আমাদের কথা খুঁজে নিন

   

‘বিএনপির বিজয় ছিনিয়ে নিয়েছে সরকার’

মঙ্গলবার এক সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া বলেন, “উপজেলা নির্বাচনে জনগণ তাদের সঙ্গে আছে- শুধু এটা দেখানোর জন্যই ক্ষমতাসীনরা এভাবে বিজয় ছিনিয়ে নেয়ার কাজটি করেছে। ”
জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে জাতীয়তাবাদী যুবদলের আয়োজনে এই সমাবেশ হয়।
গত ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া চতুর্থ উপজেলা নির্বাচনের পঞ্চম ধাপ শেষ হয় ৩১ মার্চ। পাঁচ ধাপে ৪৮৭ উপজেলার ৪৫৯টিতে ভোট হয়েছে। এর মধ্যে ৪৫৪টির ফলাফল পাওয়া গেছে।


পাঁচ পর্ব মিলিয়ে আওয়ামী লীগ সমর্থিত বিজয়ী চেয়ারম্যানের সংখ্যা ২৩১ জন। বিএনপির চেয়ারম্যানের সংখ্যা ১৬১ জন।
প্রথম দিকে পিছিয়ে থাকলেও শেষ পর্যন্ত নির্বাচনের ফলাফল ঘরে তুলেছে আওয়ামী লীগ; যদিও এতে ব্যাপক কারচুপির অভিযোগ তুলেছে বিএনপি।
রফিকুল ইসলাম বলেন, “৫ জানুয়ারি নির্বাচনে বিএনপি গেলে কী হতো এর বড় প্রমাণ হচ্ছে সদ্য সমাপ্ত উপজেলা নির্বাচন।

অবাধে ব্যালটে সিল মারার এই চিত্র বরগুনার আমতলীর একটি কেন্দ্রের।

“এই নির্বাচনে কেন্দ্র দখল করে ব্যালট পেপারে সিল মেরে বাক্স ভর্তি করে ক্ষমতাসীন দলের প্রার্থীদের বিজয় ঘোষণা করা হয়েছে। পুলিশসহ গোটা রাষ্ট্রযন্ত্রকে সরকার প্রাকাশ্যে ব্যবহার করছে। ”
অবাধে ব্যালটে সিল মারার এই চিত্র বরগুনার আমতলীর একটি কেন্দ্রের।
নির্বাচন কমিশন সরকারের ‘অধীন’ কিংবা নিয়ন্ত্রণাধীন নয় মন্তব্য করে তিনি বলেন, “উপজেলা নির্বাচনে দেখা গেল আওয়ামী লীগের ক্যাডাররা যা বলেনি, ভারপ্রাপ্ত নির্বাচন কমিশনার তা বলেছেন। তিনি সরকার তথা ক্ষমতাসীনদের স্বার্থ রক্ষা করেছেন।


এরকম ‘আজ্ঞাবহ’ কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে অবিলম্বে তাদের পদত্যাগ দাবি করেন তিনি।
দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “গণমাধ্যমে আলোকচিত্রসহ খবর প্রকাশিত হয়েছে, কিভাবে নির্বাচনে ভোট কেন্দ্র দখল করে সিল মারা হচ্ছে। এরপরও ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, নির্বাচন সুষ্ঠু হয়েছে। কী চমৎকার তার এই উক্তি। ”
‘প্রধানমন্ত্রীর চাওয়া অনুযায়ী দায়িত্ব পালন করায় ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার অভিনন্দন পাওয়ার যোগ্য,’ বলেন রিজভী।

 
সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সিনিয়র সহসভাপতি আবদুস সালাম আজাদ, কেন্দ্রীয় নেতা মীর নেওয়াজ আলী নেওয়াজ, লিটন মাহমুদ, মুক্তিযোদ্ধা দলের আবুল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.