আমাদের কথা খুঁজে নিন

   

সর্বস্ব হারিয়ে শহিদুল এখন রিক্সা চালক

পটুয়াখালীর গলাচিপা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ইসলামবাগ এলাকার বাসিন্দা মৃত মোঃ কাদের সিকদারের ছেলে শহিদুল মিয়া (৪০) সর্বস্ব হারিয়ে এখন রিক্সা চালক।

বরিশাল জেলার ঝালকাঠী থানার ফুলতলা গাবখান সেতু ব্রীজের কাছে মৃত হোসেন আলী ব্যাপারীর ছেলে এন্তাজ আলী ব্যাপারী হচ্ছে শহিদুল মিয়ার স্ত্রীর বড় ভাই। এন্তাজ আলী ব্যাপারীর ছেলেকে বিদেশে পাঠাবার কথা বলে শহিদুল মিয়ার কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়েছে।

এ ব্যপারে শহিদুল মিয়া জনান, এই ৫০ হাজার টাকা আদায় করতে গিয়ে শহিদুল প্রায় ২ লক্ষ ৭০ হাজার টাকা খরচ করেও উক্ত টাকা এখন পর্যন্ত উঠাতে পারেনি। এ নিয়ে নিজের স্ত্রী ও সন্তানদের সাথে সম্পর্কের চরম অবনতি ঘটে।

শহিদুলের নিজের পৈতৃক ভিটে বাড়িটিও এখন স্ত্রী, সন্তান ও এন্তাজ আলী ব্যাপারীর দখলে। শহিদুল স্থানীয় ভাবে কোন বিচার না পেয়ে গলাচিপা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে এন্তাজ আলী ব্যাপারীর বিরুদ্ধে একটি মামলা করেন, যার মামলা নং সি আর ৮০১/১৩।

জীবনের সর্বস্ব হারিয়ে আজ শহিদুল গলাচিপা পৌরসভার অলিতে গলিতে রিক্সা চালিয়ে দুর্বিসহ জীবন যাপন করছেন।

এ ব্যাপারে শহিদুল মিয়া ও তার শশুর বাড়ির পারিবারিক দ্বন্দ মিটাবার জন্য গলাচিপা পৌরসভার মেয়র এবং উক্ত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ শালিশির ব্যবস্থা করেন। কিন্তু এন্তাজ আলী ব্যাপারী শালিশ অমান্য করে দরবারে উপস্থিত হয়নি।

এক পর্যায়ে শহিদুলের টাকা আত্মসাতের জন্য শহিদুলের বিরুদ্ধে ঝালকাঠী থানায় একটি মিথ্যা মামলা দায়ের করে, যার মামলা নং- সি আর ২৪৬/২০১৩।

এন্তাজ আলী ব্যাপারী অর্থ ও প্রভাবশালী থাকার কারণে বিভিন্ন ভাবে শহিদুল মিয়াকে বহুদিন ধরে হুমকি ধামকি ও মানসিক টরচার করে আসছে। শুধু শহিদুল মিয়া নয়, উক্ত শালিশে এসকান মিয়া নামে এক নিরীহ ব্যক্তি ভিকটিমের পক্ষে স্বাক্ষী দেয়ার কারনে ক্ষুব্ধ হয়ে এন্তাজ আলী ব্যাপারী অন্যায় ভাবে তাকেও উক্ত মিথ্যা মামলায় জড়ায়।

এন্তাজ আলী ব্যাপারীর অন্যায় অত্যাচারে শহিদুল মিয়া এখন নিজ বাড়িতে বসবাস করতে পারছেন না। অসহায় শহিদুল এখন মানবেতর জীবন যাপন করছেন।

  

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.