শাফি সমুদ্র
দূর ইশারায় জানালার পর্দা সরিয়ে আড়ালে রাখো রোদ
পর্দার আড়ালে তোমার ঠোঁট আরও ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগে
কারুময় গ্রামের মত জটিল মুদ্রা খেলা করে চোখের পাতায়
এমন সুষম সাহসে কতদিন দেখিনি উত্তাল নদীর ঢেউ।
ধানক্ষেতে উত্তেজনার বাতাস দুলে যায় প্রতিবেশী গ্রামে
তোমাকেও কতবার বলেছি চলো যাই অই গ্রামে
বিপদমুক্ত পেয়ালায় বসিয়ে দিই সম্ভ্রমের চুমুক।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।