ঢাকা বিশ্ববিদ্যালয়ের
পেজে প্যারেড
গ্রাউন্ডে নারী হয়রানির
ঘটনা সংক্রান্ত
পোস্টটিতে এক ভাই নিচের
কমেন্টটি করেন। সত্যকে এত
সুন্দরভাবে প্রকাশ করার
জন্য আল্লাহ এই
ভাইকে উত্তম প্রতিদান
দিন। ---
"আপু আমার কোন বড় বোন
নেই তাই বয়সে বড়
কাউকে পেলে তাকেই বড়
বোনের মত আবেগ দিয়েই আপু
ডাকি। আপু,আমারো কিছু
বলার ছিল..... আপু প্রথমে আপনার
কথাগুলো পড়ে আমারও চরম
রাগ হয়েছিল আপনাদের
প্রতি। কিন্তু যখন ঐ
অবস্হানে নারী অবয়বে নিজেকে কল্পনা করেছি,ভয়ে বুক
কেঁপে উঠেছে।
শুনুন,আমি একজন
মৌলবাদি যাকে আপনারা কথায়
কথায় রাজাকার, ধর্মান্ধ,
মধ্যযুগীয় বলে গালি দেন।
হ্যা! আমি আপনাদের ঐ
বস্তাপঁচা চেতনার অনুষ্ঠানে যাইনি আর আমার
মত কোটি কোটি মৌলবাদিও
যায়নি আর তারা সবাই
পুরুষ। হ্যা! যেখানে নারী-
পুরুষের
ফ্রি মিক্সিং সে পথে তারা কখনো পা বাড়াবেওনা। বিপরীত দিকে এটাই হল
আপনাদের তথাকথিত
প্রগতিশীলতায়,চে তনায় বিশ্বাসী মুক্তমনা কিশোর-
তরুণ বা মধ্যবয়সীদের আসল
চেহারা। তারা দেশপ্রেম
না বরং,নারীপ্রেমে সেখানে গিয়েছিল।
আপনারা মাত্র ৩লাখ
নারী-পুরুষ একটা গান গাওয়ার জন্য গিয়েছেন আর
তাতেই এমন জঘন্য ঘটনা,
অথচ গত ১৪০০ বছর
ধরে পবিত্র কাবায়
কোটি কোটি নারী-পুরুষ
রাত-দিন ২৪ ঘন্টা অবস্হান করছে,
তাওয়াফ করছে, নামাজ
পড়ছে, হজ্জ্বের সময় পুরুষের
পাশে থেকে হজ্জ্ব
করছে কিন্তু সেখানে কোন
নারীকে যৌন হয়রানির শিকার হতে হয়না। কেন
জানেন?
ঐটা মৌলবাদি নারী-
পুরুষের জায়গা।
জাহাঙ্গিরনগরে ৩২০
টা রেপের ঘটনা ঘটেছিল কারা করেছিল? হুজুররা?
শিবির, হিজবুত তাহরির,
তাবলীগ? সামান্য কিছু
প্রগতিশীল পুরুষের জন্য
গোটা পুরুষ
জাতকে গালি দিচ্ছেন? প্যারেড
স্কয়ারে মুক্তমনা পুরুষরাই
গিয়েছিল। নাকি আপনাদের
মতে, যারা প্রগতিশীলতায়
বিশ্বাসি না তারা পুরুষই
না!!!? মনে পরে আপু, গত বছরের শাপলা চত্ত্বরের
কথা? কি উপহাসেই
না আপনারা তাদের
উড়িয়ে দিয়েছিলেন।
তাদের রক্ত
দেখে হেসে উঠেছিলেন।
(আপনার
ব্যাপারে জানিনা ভুল
হলে মাফ
করবেন)শাহবাগীদে র সাথে এক হয়ে তাদের
বিরুদ্ধে শ্লোগান
দিয়েছিলেন!!
হাতে লাঠি নিয়ে মিছিল
করেছিলেন
মুক্তমনা পুরুষদের সাথে। আপু, ঐ মৌলবাদি মানুষগুলোও
পুরুষ ছিল।
তারা নারীকে ঘরে আটকে রাখার
কথা বলেনি বরং,বাস্তব
উদাহরণ প্যারেড স্কয়ারের
নারী-পুরুষের এই ফ্রি মিক্সিং বন্ধের কথাই
বলেছিল
(যেখানে নারী নিরাপত্তাহীন),
আলাদা কর্মক্ষেত্রের
দাবি করেছিল কিন্তু
আপনাদের মিডিয়া মিথ্যাচার
করতে করতে তাকে নারীর
সামনে চ্যালেঞ্জ
হিসেবে দাড় করেয়েছিল।
আর আজকের
সমমনা প্রগতিশীল পুরুষদের হাতে নির্যাতিত এই
নারীরাই সেদিন তাদের
বিরুদ্ধে কত ভাবেই
না প্রতিশোধ গ্রহণ
করেছিলেন!!" ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।