আমাদের কথা খুঁজে নিন

   

রাহেলার দর্শক আমরাই



সুমাইয়া মুনিয়ার ব্লগে ঢুকে রাহেলার ঘটনাটি আবার রিভিউ করলাম। আসলে আমরাতো ভুলে যেতে বসেছিলাম সব। সুমাইয়া আবার আমাদের মনে করে দিলেন যে আমরা পুরুষ জাতি হিসেবে কতটা বর্বর আর হিংস্র। ভিডিওটাও দেখলাম। শিহরিত হতে হলো আরেকবার।

ধন্যবাদ সুমাইয়াকে, ফয়সল নোই, চ্যানেল আইকে। বেশিরভাগ পুরুষেরাই ধর্ষক। কখনো কোন রাহেলা, কখনো কোন সীমা অথবা কোন শিশু তানিয়া। মুখে সাফাই গাই ওরা আমার মা, বোন, ভগ্নি, বন্ধৃ অথবা প্রেমিকা। অথচ ওরাই আমাদের লালসার শিকার, এটা আমরা স্বীকার করতে চাইনা।

বেশীর ভাগ পুরুষেরা মুখে বলি এক, কিন্তু মনে লালন করি অন্য এক ধান্দা। মেয়েদের দেখলে কিশোর থেকে শুরু করে আশি বছরের বৃদ্ধেরও মনে খায়েস জাগে একটু চেখে দেখার। যেন মেয়েরা লোভনীয় কোন খাবার, যা টেবিলে সাজিয়ে রাখা হয়েছে, খুশবু ছড়াচ্ছে চারদিকে। নাকে মৌ মৌ সুরসুরি দিচ্ছে। চেখে দেখতে হবে তার আপাদ মস্তক।

যারা সুযোগটা পেয়ে যায়, তারা চাখে। আর যাদের সুযোগ মেলেনা, তারা হয়ে যায় অতি মানব। যেন ভাজা মাছটি উল্টে খেতে পারেনা। সবাই তাদের সমাজের মাথা ভাবে। কেউ কেউ আবার তাদের অতি দেবতা ভাবে।

আমরা মুখে বলি মেয়েরা আমার বন্ধু কিন্তু মনেমনে তাদেরই ধর্ষণ করি। ওরা ধর্ষিত হয় প্রতিটি মুহূর্তে। চোখে চোখেও ধর্ষণ করি আমরা। তাই আজ রাহেলার ধর্ষণের বিচার করতে হলে পৃথিবীর সব পুরুষকেই (হয়তো এদের মধ্যেই কিছূ ভালো লোক আছে, যাদের সুপুরুষ বলতে পারি) কাঠগড়ায় দাঁড় করাতে হবে। কারণ আমরাই রাহেলার ধর্ষক।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.