আমাদের কথা খুঁজে নিন

   

দাড়িয়ে আমি সুন্দরে অসুন্দরে

আজ  মনটা অনেক ভাল

শরীর টা আরো বেশি ভাল

পারিপাশ্বিকতা ছিল

চঞ্চল  আবহাওয়ার মত ভালো।


কিন্তু তার  পর ও কেন

মুখটা আমার হাতের আড়ালে।

আজ  চেহারা লাগছে কেন যে

বড় বেশি খারাপ।

মুখটা  ঢাকা তাই হাতের আড়ালে।


বের হলাম মেয়ে কে নিয়ে

ঘুরে বেড়াব পার্কের নির্মল হওয়ায়।



করলাম  যত ধরনের আছে

সাজগোজ মনোহারী বাহারি কাপড়ে।

নিয়ে নিলাম হাতে ক্যামেরা

তুলব পারি যত সুন্দর ছবি।


ঢুকতে এলিভেটর এ

গেলাম থমকে ভয়ে

অনেকটা আতঙ্কে।

একি দেখছি কি চেহারা

মানুষ চেহারা কি হয়

এত কদাকার।

এলিভেটর এ আয়নায় সে ভদ্রলোক

আর আমি দাড়িয়ে সমান্তরাল এ।




সুধায় সে লোক বিস্ময় নিয়ে

কোথা থেকে তুমি এলে

এত সৌন্দর্য নিয়ে

মা মেয়ে তোমরা কোথা কার প্রিন্সেস


আমি আয়নায় দেখি তাকিয়ে

বলি নিজেকে অনুতাপে

আসলে তাইত পালন কারী

কত যে দয়া করেছে আমাকে

তুলনা য় এই অসুন্ধরের পাশে।

হাতে তার ক্র্যাচ চোখটা

তার দেখা যায়না ই বলে।

এবার আমি দেখে দিয়েছি

মুখটা হাতের আড়ালে

লোকটার জন্য

লজ্জা সমবেদনাতে।


ঘরে এসে প্রার্থনায় বসে

যখন নিমজ্জিত করি নিজেকে

মুখটা করি হাতের আড়ালে

নয় তা চেহারার কারণে

যতটা ভিতরের গ্লানিতে। ।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।