১. আমরা প্রত্যেকেই অনেক অনেক টাকা কামাই করতে চাই, কিন্তু আমাদের লাইফের সবচেয়ে সেরা সময়টা আমরা পার করি যখন পকেটে ১০ টি টাকাও অনেক মহামূল্যবান (স্কুল লাইফ)। ।
২. আমরা অনেকেই চাই দামি দামি ব্র্যান্ডের পোশাক পড়তে, কিন্তু সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি যখন বাসায় পায়জামা অথবা লুঙ্গী পড়া অবস্থায় থাকি। ।
৩. আমরা প্রত্যেকেই চাই দামি দামি হোটেলে গিয়ে খাবার খেতে, ক
িন্তু সবচেয়ে বেশি উপভোগ করি যখন ফ্রেন্ডরা মিলে রাস্তার পাশে দাঁড়িয়ে ভ্যান গাড়ি থেকে ফুচকা কিনে খাই।
।
৪. আমরা সবাই দামি দামি গাড়ি কিনতে চাই, বিলাসবহুল যাতায়াত বেবস্থা চাই, কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে যখন নির্জন কোনো রাস্তায় বন্ধুরা মিলে হাঁটতে হাঁটতে গল্প করি। ।
৫. আমরা সবাই চাই দামি মোবাইল কিনতে, আই পড, আই টাচ কিনতে, কিন্তু ভেবে দেখুন, মাঝে মাঝে ভাঙ্গা রেডিওতে বাজা গানটি আপনার মনে কিরূপ শান্তি এনে দেয়। ।
** জীবনটা আসলেই অনেক মজার,কিন্তু আমরা জটিল সব জিনিসের পেছনে দৌড়িয়ে এর সমীকরণকে আরো জটিল করে ফেলি। ।
নিজের জীবনকে ভালবাসুন। । ছোট ছোট ব্যাপারগুলোকে এনজয় করুন।
। তাহলে, যখন আপনি একসময় সব পেয়ে যাবেন, তখন নিজেকে নিজে বলতে পারবেন,
"আমি লাইফটাকে প্রানভরে উপভোগ করেছি!!"
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।