আমাদের কথা খুঁজে নিন

   

একটি ঘটনাঃ ভাবুন...আপনার সাথে যদি এমন হয়! (আপুদের জন্য)

♪ একা পাখি বসে আছে শহুরে দেয়াল... শীষ দিয়ে গান গায় ধূসর খেয়ালে...♪ একটি মেয়ে যখন তারই এক বিদেশে প্রবাসী আত্মীয়ের কাছে শুনল যে, সেই আত্মীয় যে দেশে থাকে সেখানকার একটি পত্রিকায় এই মেয়েটির নগ্ন ছবি ছাপা হয়েছে, সে রীতিমত স্তম্ভিত হয়ে গেল। সে এতটাই ধাক্কা খেল যে, সে পুলিশের কাছে অভিযোগ জানাল যে সে কখনই এমন ছবি তোলেনি। পুলিশ তদন্তে বের হল কাজটি করেছে একটি লোক। লোকটি এধরনের কাজেই জড়িত ছিল। সে বিভিন্ন পাবলিক প্লেস থেকে গোপনে তার পকেটের কলমের মধ্যে লাগানো ক্যামেরা দিয়ে মেয়েদের ছবি তুলত; আর সেই সব ছবির মুখ বিভিন্ন সেলিব্রিটির নগ্ন ছবিতে বসিয়ে বিক্রি করত। আপুরা, একটু ভেবে দেখুন...আপনাদের সুন্দর সুন্দর ছবি আপনারা ফেসবুকে আপলোড করছেন; কেউ যদি অসৎ উদ্দেশ্যে সেই ছবি এডিট করে বিক্রি করে অথবা কোন রকম লাভ ছাড়াই ইন্টারনেটে ছড়িয়ে দেয়??? কাকে দোষ দেবেন আপনি??? সেই লোকটিকে যে এমন কাজ করল??? দোষারোপ করে, বা শাস্তি দিয়ে কি আপনি আপনার হারানো সম্ভ্রম ফিরে পেতে পারবেন? আর ফটোশপের গুনের কথা নাই বা বললাম! এক দিন সকালে ঘুম থেকে উঠে দেখবেন অন্য কোনও বডির সাথে আপনার ফেস লেগে গেছে!! আপনি সুন্দর এবং আপনি ভীষণ মূল্যবান। ভাবুন এবং সিদ্ধান্ত নিন। বিঃ দ্রঃ গল্পটা ১ম কোথায় পড়েছিলাম মনে নেই, তবে কিছু দিন আগে এই পেজে পড়লাম। মডিফাই করে শেয়ার করলাম।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.