টি-২০ ক্রিকেটে বাংলাদেশের অবস্থান মোটেও ভালো নয়। আইসিসি র্যাঙ্কিংয়ে টাইগারদের অবস্থান ১১ নম্বরে। বাংলাদেশের উপরে রয়েছে আফগানিস্তান ও আয়ারল্যান্ড। স্বল্প পরিসরের এই ক্রিকেটে এখন পর্যন্ত ৯টি জয় পেয়েছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিরুদ্ধে তিন ম্যাচ খেলে জয় ২টিতে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলা চার ম্যাচে জয় ২টি। পাকিস্তানের বিরুদ্ধে ছয় ম্যাচ খেলেও জিততে পারেনি বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলা ৪ ম্যাচে জয় ৩টি। কেনিয়াকেও এক ম্যাচে হারিয়েছে বাংলাদেশ। আর অন্য জয়টি এসেছে নেদারল্যান্ডের বিরুদ্ধে। এছাড়া অস্ট্রেলিয়া, ভারত, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কাকে পরাজিত করতে পারেনি টাইগাররা। এর আগেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলা দুই ম্যাচের দুটিতেই হেরেছে বাংলাদেশ। আজ আবারও কিউইদের মুখোমুখি মুশফিকের দল। তবে আগের প্রেক্ষাপট, আর এখনকার প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। যদিও টি-২০ ক্রিকেট নিয়ে আগে থেকেই বলার কিছু নেই। কেননা একজন ক্রিকেটারই ম্যাচের ফল বদলে দিতে পারেন। তবে বাংলাদেশের জন্য বড় স্বস্তি টি-২০ সেরা ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককালাম আজ হয়তো খেলছেন না। তারপরেও অনিশ্চয়তার এই ফরম্যাটে নিশ্চয়তা পাওয়ার কোনো উপায় নেই। তবে বাংলাদেশ দলেও কিন্তু এখন পারফর্মারের ছড়াছড়ি। তাছাড়া ওয়ানডে সিরিজে সফরকারীদের হোয়াইটওয়াশ করে এখন ফর্মের তুঙ্গে রয়েছে টাইগাররা। তাই সব কিছু ঠিক থাকলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম জয়টা আজই পেতে পারে বাংলাদেশ। আর সে প্রত্যাশাতেই রয়েছেন দেশবাসী।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।