আমাদের কথা খুঁজে নিন

   

যুক্তরাষ্ট্রকে সতর্ক করল চীন

তাইওয়ানে অস্ত্র বিক্রি করায় যুক্তরাষ্ট্রকে ফের সতর্ক করে দিল চীন। বুধবার জেং ইয়ান সিং নামের চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, যুক্তরাষ্ট্রকে তাইওয়ানে অস্ত্র বিক্রি বন্ধ করতে হবে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেলের জাপান সফরের এক দিন পর এমন মন্তব্য করল চীন। একই সঙ্গে চীনের অবিচ্ছেদ্য স্বার্থের প্রতি মার্কিন প্রশাসনকে শ্রদ্ধা দেখানোর আহ্বান জানিয়েছেন চীনা মুখপাত্র। জেং ইয়ান সিং বলেন, 'তাইওয়ানে অত্যাধুনিক অস্ত্র বিক্রির বিপক্ষে আমরা আমাদের সুদৃঢ় অবস্থান ব্যক্ত করছি। এ ক্ষেত্রে আমাদের অবস্থান সংগতভাবেই পরিষ্কার। চীনা সরকারের মুখপাত্র জেং ইয়ান সিং এমন সময় এ মন্তব্য করলেন, যখন মার্কিন কংগ্রেসে তাইওয়ান সংক্রান্ত বিল নিয়ে আলোচনা চলছে। ওবামা প্রশাসন এমন সময় এ বিলটি উত্থাপন করেছে, যে সময় পর্যন্ত 'তাইওয়ান রিলেশন অ্যাক্ট' পুনর্বিবেচনাই করা হয়নি। এ রকম হলে তা চীন-যুক্তরাষ্ট্র চুক্তির স্পষ্ট লঙ্ঘন হবে। যে চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র তাইওয়ানে অস্ত্র বিক্রি করবে না বলে সম্মত হয়েছিল। জেং ইয়ান আরও বলেন, এ রকম হলে চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের আরও অবনতি ঘটবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র যদি এমন করতে থাকে, তাহলে দ্বিপক্ষীয় সম্পর্ক একেবারেই নষ্ট হবে। কারণ তাইওয়ানকে অপরাধের ক্ষেত্র হিসেবে বিবেচনা করে চীন। টাইমস অব ইন্ডিয়া।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.