সিরিয়ার সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সরকারের পক্ষ থেকে এ সিদ্ধান্তের কথা সিরীয় সরকারকে জানিয়ে দেওয়া হয়েছে। এ সম্পর্কে এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র বলেছে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ যাদের যুক্তরাষ্ট্রে কূটনৈতিক কাজে নিয়োগ দিয়েছেন, তাদের মেনে নেওয়া আমাদের পক্ষে সম্ভব নয় বলে আমরা স্থির সিদ্ধান্তে পৌঁছেছি। এর ফলে দেশটিতে অবস্থানরত সিরিয়ার সব কূটনীতিককে যুক্তরাষ্ট্র ছাড়তে হচ্ছে। সিরিয়ার রক্তক্ষয়ী সংঘর্ষের তিন বছর পর যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার এ সিদ্ধান্ত নিল। এদিকে সিরিয়ার বিভিন্ন সামরিক অবস্থানে বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। গতকাল দেশটি সূত্রে জানানো হয়েছে, গোলান মালভূমির কাছাকাছি এলাকায় সিরিয়ার সামরিক অবস্থানে হামলা চালানো হয়েছে। এটি এখনো ইসরায়েলের দখলে রয়েছে। আল জাজিরা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।