আমাদের কথা খুঁজে নিন

   

গন্ধ

কে দাড়িয়ে, কে তুমি?
ভেজা চুলের গন্ধ ছড়াও মোহিত করে এই ভর দুপুরে-
মেখেছ কি শ্যাম্পু কোন বিদেশী ব্র্যান্ডের ?
কত কৌশলী হেয়ার ড্রাইয়ার তোমার আলামারিতে
শুকিয়ে নিয়ো চুল যখন খুশি ভিজিয়ে নিয়ে সোহাগ শেষে
দিন দুপুরে
রাত দুপুরে
ভোরের আড়মোড়ার পূর্ণতা এঁকে;
সাথে স্যান্ডেলিনার ছোঁয়াও নিয়ো তোমার কোমল গালে -

তবু দোহাই তোমার মেঘ কালো চুলের
এসো না কভু জানালায় চুল শুকাতে এই ভর দুপুরে গন্ধ মিশিয়ে
আমার এই শহরের আকাশ বাতাস-
গন্ধ শুঁকে একলা পুরুষ ঘুমাই বল কেমন করে ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।