সবকিছুরই একটা গন্ধ আছে_ মানুষের সৃষ্টি গন্ধ; নাকে আমার লাগছে বড়, পোড়া লাশের গন্ধ। সবাই একে-অপরকে দোষ দিয়েছে_ করেছে কেউ চোখ বন্ধ; সবচেয়ে আমার লাগে বাজে, নোংরা রাজনীতিরই পঁচা গন্ধ। মরছে মানুষ, জ্বলছে মানুষ_ শিক্ষাপ্রতিষ্ঠান আজ বন্ধ; দিন-দুপুরের অপরাধী মানুষ, ভাবছে সবাই অন্ধ। চুপ করে চেয়ে-চেয়ে_ দেখবো আর কত মন্দ; ভন্ড গুলো দন্ড পেয়ে, দূর হোক সমাজের গন্ধ। -সমাপ্ত-
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।