রাজধানীতে পরিবহন খাতে চরম বিশৃঙ্খলা ও নৈরাজ্যকর পরিস্থিতি বিরাজ করছে। যাত্রীসেবা বলতে এখানে কিছু নেই, আছে হয়রানি। জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে গতকাল এসব কথা বলেন পরিবহন শ্রমিক নেতা ও প্রবীণ রাজনীতিবিদ মনজুরুল আহসান খান। বাংলাদেশ যাত্রী অধিকার কল্যাণ পরিষদ এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। এতে প্রকৌশলী ম. ইনামুল হক, সিপিবির কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স প্রমুখ উপস্থিত ছিলেন। রাজধানীতে ট্যাঙ্কি্যাবের ভাড়া 'ভৌতিক' আখ্যা দিয়ে তা যৌক্তিক পর্যায়ে নির্ধারণের দাবি জানান তারা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।