নগরীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক ব্যবসায়ী ও বাক প্রতিবন্ধী খুন হয়েছেন। শনিবার রাতে নগরীর পাহাড়তলী ও নাসিরাবাদ পলিটেকনিক ইনস্টিটিউট এলাকায় এ দুটি ঘটনা ঘটে। পাহাড়তলী থানার ওসি আজিজুর রহমান বলেন, শনিবার রাতে নয়াবাজার বাসস্ট্যান্ড এলাকায় টহল দেওয়ার সময় ব্যবসায়ী তাজুল ইসলাম খোকনের লাশ দেখতে পায় পুলিশ। ধারণা করা হচ্ছে দুবৃর্ত্তরা তাকে ছুরিকাঘাতে হত্যা করেছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। রেলওয়ে জিআরপি থানার ওসি আবু তাহের বলেন, গতকাল সকালে নাসিরাবাদ পলিটেকনিক ইনস্টিটিউটের পেছনে মো. মামুন নামে এক বাকপ্রতিবন্ধীর লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে বাইরে কোথাও তাকে ছুরিকাঘাতে হত্যার পর রেললাইনের পাশে ফেলে যায় দুর্বৃত্তরা। এ ব্যাপারেও থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি জানান, সাধারণ ডায়েরি (জিডি) করার আধা ঘণ্টা পর দক্ষিণ কেরানীগঞ্জের বেয়ারা মুসলিমনগর এলাকার একটি ডোবা থেকে নিখোঁজ মাসুদ (২৪)-এর হাত-পা বাঁধা গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মাসুদ শুক্রবার বিকাল থেকে নিখোঁজ ছিল। মাসুদ বেয়ারা এলাকার মানোয়ার হোসেনের ছেলে। গতকাল সকাল ১০টায় মাসুদ নিখোঁজ মর্মে পিতা মনোয়ার হোসেন দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এর আধা ঘণ্টা পর পুলিশের কাছে খবর আসে মুসলিমনগর ডোবায় একটি লাশ ভাসছে। পুলিশের সঙ্গে মানোয়ার হোসেনও যান ঘটনাস্থলে। শনাক্ত করেন প্রিয় সন্তানের মুখ। দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক শাহ আলম জানান, নিহত মাসুদ দিনমজুরের কাজ করত। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন।
লাশ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।