আমাদের কথা খুঁজে নিন

   

দিনাজপুরে যাত্রীবাহী বাস খাদে স্কুলছাত্র

দিনাজপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে স্কুলছাত্রীসহ দুজন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। নীলফামারীতে ট্রাক্টর ও কুমিল্লায় বাসচাপায় নিহত হয়েছেন শিক্ষকসহ দুজন।

দিনাজপুর : বীরগঞ্জ-পীরগঞ্জ সড়কের বর্ষা খামার নামক স্থানে গতকাল সকালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে স্কুলছাত্রীসহ দুজন নিহত এবং ৩০ যাত্রী আহত হয়েছেন। নিহতরা হলেন সোমা রানী রায় (১৪) ও মালতী রানী রায় (৬৫)। সোমা বীরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী ও ডাঙ্গাপাড়া গ্রামের জয়দেব রায়ের মেয়ে। মালতী কাহারোল উপজেলার জয়নন্দ গ্রামের আনন্দ রায়ের স্ত্রী। নীলফামারী : জেলা সদরের পলাশবাড়ীতে গতকাল ট্রাক্টর চাপায় অটোরিকশা আরোহী শিশু মেঘনা (৮) নিহত হয়েছে। সে সদর উপজেলার শিংগিমারী গ্রামে মমিনুর রহমানের মেয়ে। এ সময় আহত হয়েছেন মেঘনার দাদা, দাদি, মা, চাচাতো ভাইসহ পাঁচজন। কুমিল্লা : চান্দিনায় গতকাল পিকআপ ভ্যানচাপায় রিকশাযাত্রী শিক্ষক কায়কোবাদ (৩৮) নিহত হয়েছেন। কায়কোবাদ কেরনখাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন শিক্ষক ফয়েজুল্লাহ ভুঁইয়া ও রিকশাচালক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.