আমাদের কথা খুঁজে নিন

   

রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

রাজধানীর মহাখালীতে রফিকুল ইসলাম (৪০) নামে এক ভাঙারি ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত ৮ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহাখালী সাততলা বস্তিতে এ ঘটনা ঘটে। তবে গতকাল পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

নিহতের ছেলে শাকিল জানান, ইফতারের পর চায়ের দোকানে দাঁড়িয়ে থাকা অবস্থায় এলাকার চিহ্নিত সন্ত্রাসী ব্যাংকক সুমন, শিমুল ও আনোয়ার খুব কাছে থেকে প্রথমে তার বাবার মাথায় রিভলবার ঠেকিয়ে এবং পরে শরীরের অন্যান্য স্থানে মোট চার রাউন্ড গুলি করে। এতে ঘটনাস্থলেই বাবা মারা যান। শাকিল আরও জানান, সন্ত্রাসীরা তার বাবার কাছে আগে ৫ লাখ ও পরে ৩ লাখ টাকা চাঁদা দাবি করেছিল। তারা চাঁদা না পেয়ে বাবাকে হত্যার হুমকি দিয়ে আসছিল। এ কারণেই বাবাকে গুলি করে হত্যা করা হয়েছে। বনানী থানার ওসি ভূইয়া মাহবুব হাসান জানান, বস্তিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। ঘটনার পর নিহতের স্ত্রী শিরীন আক্তার বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। বিষয়টি তদন্ত ও হত্যাকারীদের গ্রেফতারে অভিযান চলছে। জানা গেছে, হত্যাকারীদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় চাঁদাবাজি, হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.