রাষ্ট্র যদি বিচারপতি নিজামুল হক স্কাইপে কি আলাপ করছেন সেইটা ফাঁস করে দেওয়া কে রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়ানো মনে করে তাহলে জনগন কি এইকথা মনে করতে পারে যে রাষ্ট্র আর ঐ বিচারকের মধ্যে কোনো স্বতন্ত্র/পৃথকীকরনের ব্যাপার নাই? মানে যাহাই বিচার বিভাগ তাহাই প্রশাসন ও সরকার? তাইলে এত বালের বিচার বিভাগ পৃথকীকরনের গপ্পো মারায় লাভ কার?
রাষ্ট্রের দৃষ্টিতে মাহমুদুর রহমান যদি একটা গর্হিত নেককার জনক কাজ করে থাকেন তাহলে সেই কাজের উপ্রে ভিত্তি কইরা বিচারপতি নিজামুল সইরা গেলেন কেন? কেন বুকের পাডা চিতায়া হ্যাডম দিয়ে কইতে পারলেন না যে মাহমুদুর একটা ফাউল। সে যা করছে সেইটা নোংরামী (সুশীলদের শব্দ)। এই কাম কইরা মাহমুদুর আমার বালও ছিঁড়তে পারবেনা। আমি বিচারক ছিলাম আছি থাকব।
সাংবাদিক মারফত জানলাম আমার দেশ অফিসে মাহমুদুর এর কমরেড ফরহাদ মজহার, শফিক রেহমান, অন্য বিএনপি নেত্রী-নেতারা অলরেডি ভীড় জমাইছে।
মাহমুদুররে টাইনা হিচড়ায়া আবার জেলে নেওয়া লাইভ এনজয় করতে আসছে। কিন্তু মাহমুদুর এই রিপোর্ট ছাপায়া যাদের কে সবচাইতে বেশি বেনিফিশিয়ারী করল সেই জামাতের কাউরে দেখা যায় নাই। এর ব্যাখ্যা দুইটা হইতে পারে। জামাতি ব্যাখ্যা হবে যে তারা পুলিশের দৌড়ের উপ্রে আছে, ফেরার। আর অন্য আরেকটা ব্যাখ্যা হবে কাজের সময় কাজী, কাজ ফুরালে পাজি এইটাই জামাতের আজীবনের আদর্শ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।