বিং হিউম্যান কানাডার একটি গবেষণা প্রতিষ্ঠান এক ধরনের কাপড় আবিস্কার করেছে যা কোনো ব্যক্তি পরিধান করলে তাকে অদৃশ্য মনে হবে। অর্থাৎ কাপড়টি আলোর সংস্পর্শে এসে অন্যদের চোখে একধরনের ধাঁধাঁ সৃষ্টি করতে সক্ষম। কানাডা ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এধরনের কাপড় নিয়ে ব্যাপক আগ্রহ দেখিয়েছে। দেশ দুটির সেনাবাহিনী মনে করছে যুদ্ধক্ষেত্রে সেনা সদস্যদের এধরনের কাপড় পরিধান করলে শত্রুদের চোখে ধাপ্পা দেয়া সম্ভব হবে।
কানাডার হাইপারস্টিলথ বায়োটেকনোলজি কর্পোরেশন এধরনের কাপড় তৈরির পর তাদের সবধরনের সাহায্য দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।
সাহায্য করছে কানাডার সেনাবাহিনীও। তবে কানাডার অন্যান্য প্রতিষ্ঠান ওই বিশেষ ধরনের কাপড় সত্যিই অদৃশ্য হয়ে যাবার সক্ষমতা রাখে কী না তা দেখতে চাইলেও বানিজ্যিক গোপনীয়তার কারণে সে প্রস্তাবে রাজি হয়নি আবিস্কারক প্রতিষ্ঠানটি। হাইপারস্টিলথ বায়োটেকনোলজি কর্পোরেশেনের প্রধান নির্বাহী গাই ক্রামার বলেছেন, কারো সন্দেহ থাকলে কিছু যায় আসে না। যুক্তরাষ্ট্র ও কানাডার পৃথক দুটি সামরিক কমান্ডো দল প্রতিষ্ঠানটির এ বিশেষ ধরণের কাপড় পরখ করে দেখেছে। এছাড়া সন্ত্রাস দমনে ফেডারেল এমারজেন্সি রেসপন্স টিম কাপড়ের উপাদানগুলো পরীক্ষা করে দেখেছে।
তবে যুক্তরাষ্ট্র ও কানাডার সেনাবাহিনী এ বিশেষ ধরনের কাপড় নিয়ে আগ্রহ দেখাচ্ছে এজন্যে যে যুদ্ধের ময়দানে শত্রুপক্ষ যদি টের না পায় যে কারা তাদের ওপর আক্রমণ চালাচ্ছে বা ঘিরে ধরেছে তাহলে বিষয়টি অভিনব বটে।
সিএনএন টেলিভিশনকে দেয়া সাক্ষাতকারে গাই ক্রামার বলেছেন, এ কাপড় পরিধানের ফলে কোনো সেনা সদস্যকে শত্রুপক্ষ দেখতে না পেলে তাকে তাদের পক্ষে পাল্টা আক্রমণ করাও সম্ভব হয়ে উঠবে না।
সুত্রঃ ডেইলি মেইল। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।