আমাদের কথা খুঁজে নিন

   

কাফনের কাপড়

ধর তক্তা মার পেরেক আজকাল শিক্ষকদের কথা শুনলে মনে হয় যেন কোনো ব্যাবসা করতে আসছে । কিছু কথা না বললেই নয় তাই শেয়ার করলাম । আমি একজন প্রাইভেট পলিটেকনিক এর স্টুডেন্ট । কিছু দিন আগে অসুস্ততার জন্য আমি ক্লাসে আসতে পারি নি । ফলে কিছু দিন পরে যাওয়ার পর আমি টিচার এর কাছে গেলাম ।

ফরমে সাইন করতে । উনি আমাকে বলল কেন আমি আসি নি এতদিন । আমি বললাম অসুস্ত ছিলাম । উনি আমাকে বলল তুই বেসিদিন বাচবি না তারাতারি কাফনের কাপর কিনতে । এই কথা শুনে আমি হাসব না কানব অই চিন্তা করতাছি ।

যাক একজন টিচার এর ব্যাবহার যদি এরকম হয় তাহলে একজন ছাত্র আর কি হবে আপনারাই বলেন । তারপর ঘা শুকাতে না শুকাতে আবার আমাকে পল্টি । রায়হান স্যর সবাইকে ডাকলেন রেজিঃ ফর্ম এ সাক্ষর করতে । গেলাম কিন্তু আমাকে সেখানে ও বাধা । " তোমেকে সাইন করতে দিব না কারন তুমি ক্লাস মিস দিছ ।

অথচ যারা বছর এ একটাও ক্লাস করে নাই তাদের কে কিছুই বলে নাইকা । মাথা পুরা খারাপ হয়ে গেল । তারপর উনি আমার কাছে ঘুষ চাইল । ৫০০০ টাকা এনে দিতে পারবা ১.০০ ঘন্টার মধ্যে তাহলে আমি দিব । আমি অনেক রিকোয়েস্ট করার পর উনি মারল আমাকে থাপ্পর ।

আমি কোনো দিন কোনো টিচার এর কাছে কাঁদি নি কিন্তূ অইদিন চোখের পানি হটাত বের হতে শুরু করল । অনেক্ষন মানসিক অত্যাচারের পর ও দিল না । রাস্তায় বের হয়ে পুরো মাথা ঘুরতেছিল । পরে ফ্যামিলিকে জানানোর পর আমাকে সাইন করতে দিল । কেন এরকম ব্যাবহার কেউ কি বলতে পারেন ?? তারা স্টুডেন্ট দের ভালোবাসতে জানে না পারে শুধু প্রেসারে রাখতে ।

এভাবে অনেক ছাত্র ঝরে যায় অচিরে ... SHYMOLI IDEAL POLITACNIC INSTITUTE CHITAGONG ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.