আমাদের কথা খুঁজে নিন

   

স্বাধীনতাবিরোধী প্রতিক্রিয়াশীলদের হাতে আমরা সামহোয়্যারকে ছেড়ে দিতে পারি না

জনারণ্যে নির্জনতায় আক্রান্ত। নির্জনতাই বেশী পছন্দ, নিজের ভেতরে ডুবে থাকতেই ভাল লাগে। কিছুটা নার্সিসিস্টও। আজ প্রায় দুবছরের ব্লগিয় লাইফে অনেক ঘটনা-দুর্ঘটনা, সভ্যতা-অসভ্যতা, ভদ্রতা-নোংরামী, দেশপ্রেম-দেশদ্রোহীতা দেখেছি। পরিস্থিতির সাথে আপোষ না করতে পেরে অনেক অসাধারন মানের ব্লগারের নিরবে বিদায় দেখেছি এবং তা দেখে কষ্ট পেয়েছি।

ব্লগের পরিবেশ বর্তমানে কোন অবস্থায় তা কর্তৃপক্ষ আমাদের চাইতেও বেশী অবগত সেটা বিশ্বাস করি। প্রতিবাদ স্বরুপ অনেক ভালমানের ব্লগার ঘোষনা দিয়ে নিজেদের সব পোস্ট ড্রাফটে নিয়ে গেছেন বা পোস্ট মুছে ফেলার ঘোষনা দিয়েছেন। বর্তমানে স্বাধীনতাবিরোধীরা শতশত নিক খুলে এই সুন্দর ফ্ল্যাটফর্মটিকে তাদের প্রোফাগান্ডার হাতিয়ার করে তুলেছেন বা তুলতে চেষ্টা করছেন, যেটা দেশপ্রেমিক কেউই মানতে পারছেন না। এই পরিস্থিতিতে কর্তৃপক্ষের কাছে আমার শুধু ৩টি প্রশ্ন : ১) মতপ্রকাশের স্বাধীনতা মানে কি যা খুশী করতে দেয়ার সুযোগ দেয়া ? ২)আমরা যারা এই মাতৃভূমিকে নিজের জীবনের মতই ভালবাসি তারা নিরবে বা সরবে এই ব্লগ থেকে বিদায় নেই এটাই কি আপনারা চান ? ৩) আমাদের প্রিয় এই ব্লগ কি স্বাধীনতাবিরোধী, প্রতিক্রিয়াশীল, অসভ্য, দেশদ্রোহীদের অভয়ারন্য হবে ? ব্লগের বর্তমান পরিস্থিতিতে সামহোয়্যারইন ব্লগ কর্তৃপক্ষের নিকট তাঁদের নিজেদের তৈরি নীতিমালার নিন্মোক্ত ধারাগুলির ব্যাখ্যা দাবি করছি : ৩. যেসকল কারণে আমরা পোস্ট কিংবা ছবি মুছে দিতে পারি: ৩ক. যে কোন ধরণের পোস্ট যা দেশের প্রচলিত আইন ভঙ্গ করে বা দেশের ক্ষতি করতে পারে এমন কোন তথ্য প্রদান করে। দেশের আইনের সাথে পোস্ট কিংবা ছবির কন্টেন্ট সঙ্গতিপূর্ণ না হলে।

৩ঞ. বাংলাদেশ অথবা যে কোন স্বীকৃত জাতি বা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইতিহাস, ধর্ম বিষয়ক সত্যকে অস্বীকার করে, বিরুদ্ধাচারণ করে, অসম্মান করে অথবা সত্যের অপলাপ বা অর্থহীন পোস্ট মুছে ফেলা হতে পারে এবং ব্লগারের ব্লগিং সুবিধা সাময়িক অথবা স্থায়ীভাবে স্থগিত কিংবা বাতিল করা হতে পারে । ৪. যেসকল কারণে আমরা কোন ব্লগারকে কিংবা কোন ব্লগ সাময়িকভাবে অথবা চিরতরে বন্ধ করে দিতে পারি : ৪গ. যদি তারা ৩ক. ৩খ. ৩গ. ৩ঙ. ৩ছ. ৩জ. ‘এর নীতিমালাগুলো বারবার ভঙ্গ করতে থাকেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.