আমাদের কথা খুঁজে নিন

   

তোমরা যারা ছাত্রলীগ করো

তোমরা যারা ছাত্রলীগ করো - জানি যে তোমরা শৌর্য ও বীর্যে টইটম্বুর। শৌর্য প্রমাণে তোমরা চাপাতি দিয়ে কোপাও আর বীর্য প্রমাণে অন্য কিছু দিয়ে কোপাও - কিন্তু কোপাতে তোমাদের হয়ই। তোমাদের হয় তো জানা আছে মনুষ্য সমাজ বলে কিছু একটা আছে এই পৃথিবীতে। এরা এক ধরনের প্রাণী - তোমাদের ছাত্রলীগের কাছাকাছিই একটা প্রাণী, তবে অগ্রবর্তী বলে এরা সভ্য হয়েছে, বাচতে শিখেছে। সেই কূলের একজন হিসেবে দুটো কথা বলতে চাই।

আমি দেখেছি যে তোমরা মানুষের মতোই কাপড় পরতে শিখে গেছো। এও শুনেছি যে এভলিউশানের যাত্রায় তোমরাই দ্বিতীয় প্রাণী যারা ভাষা ব্যবহার করতে শিখে গেছো। অভিবাদন তোমাদের এই অনবদ্য অর্জনে। সেই ভরসায় কিছু জটিল ভাব প্রকাশ করবো। যদি বুঝতে না পারো, বোলো - ইঙ্গিতে বুঝিয়ে দেবো।

আমি আগেও খেয়াল করেছি বিভিন্ন পশু মানুষের ইঙ্গিত বুঝতে পারে। মানুষের গলায় ডান ও বাম দিকে দেখবে মোটা দুটো শিরা আছে, ইংরেজিতে (ইংরেজি একটা ভাষার নাম) এদের বলে ইন্টারনাল জাগিউলার ভেইন। তোমাদের প্রতি আমার অনুরোধ এর পর থেকে যখন মানুষ কোপাবে তখন সবার আগে এই দুটো শিরার একটা আগে কেটে ফেলবে। এর দুটো সুবিধা। প্রথমত: তোমরা যে এলোপাথারি কোপাও এতে রক্ত চুয়ে পড়ে, বেয়ে পড়ে ফলে রক্ত সংগ্রহ করা কঠিন হয়ে যায়।

এর চেয়ে রামদা কিংবা চাপাতি না - ছোট্ট একটা ডেস্ক কাটার দিয়েও যদি একটা সামান্য পোচ দাও দেখবে কলকল করে রক্ত বেরুবে। এই রক্ত তোমরা গ্লাসে সংগ্রহ করে পান করতে পারবে কিংবা তোমরা যদি রান্না করতে শিখে থাকো মানুষের মতো, তাহলে রান্নায় ঢেলে দিয়ো, রসনা মিটবে (তবে যতো দ্রুত সম্ভব বাতাস থেকে দূরে সরিয়ে নিয়ো, বাতাসে রক্ত কালচে হয়ে যায় - আমি জানি যে রক্ত লাল না হলে তোমাদের রুচি নষ্ট হয়ে যায় )। দ্বিতীয়ত: যে মানুষটাকে কোপাচ্ছ তার কষ্ট একটু কম হবে। দেখো আমি কোপাতে না করছি, আগে শুধু একটু নিথর করে নিয়ো, তারপর কোপাও। যা ইচ্ছা তা দিয়ে কোপাও, যেখানে পারো সেখানে কোপাও - কিন্তু জাগিউলারটা আগে কেটে নাও।

--- --লিখাটা ফেচবুক থেকে জনৈক Faham Abdus Salam এর ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.