আমাদের কথা খুঁজে নিন

   

তোমায় নিয়ে.........

ভাবছিলাম তোমাকে নিয়ে রোদের বৃষ্টি দেখব। কাকভেজা হয়ে কোথাও বসে চা খাবো। হাঁটবো রাস্তার পাশ ধরে... তুমি যখন হঠাৎ ভয়ে আমার হাতটা চেপে ধরবে...তখন মনে হয় আমার জন্যই তো তুমি... আমি না থাকলে মনে হয় তোমার অনেক কষ্ট হতো... না?? ... হাটার সময় কাকে পাশে পেতে?? আজ তো তোমার সেই মায়াভরা হাসিটা খুব মিস করছি... যে হাসির জন্য কতবার তোমার দিকে তাকিয়ে থাকতাম...হাসতে না তুমি...চলে আসার সময় ও বলতাম... তোমার মন খারাপ হয়ে যেত...উপায় না দেখে নিজে ইচ্ছা করে হাসতাম...মজার কোনও কথা বলতাম...হ েসে ফেলতে তুমি...... অদ্ভুত মায়াবি সেই হাসিমাখা মুখের দিকে তাকিয়ে থাকতাম আমি...তুমি লজ্জায় আমাকে ধাক্কা দিতে... বলতে ".........যাও, আর দেখা লাগবেনা আমাকে...আমি তো পিচ্চু...আমাকে দেখে আর কি করবে "। তবুও তাকিয়ে থাকতাম আমি নির্লজ্জের মত... ফিরে আসতে মন চাইত না...মনে হতো জীবন থেকে শান্তি চলে যাবে যদি এক পা পিছনে বাড়াই...সুখ চলে যাবে সব আমাকে ছেড়ে...নাই হয়ে যাবে সব...... আজ অনেক পিছনে পড়ে গেছি ...তবু তোমার সেই কান্নাভরা বিদায় বেলাটা আজ আমার সাথে... আমার পাশে ...থাকবে... যতদিন আছি ... তবে সুখ শব্দটার অর্থটা আমি সেদিন উৎসর্গ করেছি তোমাকে... আজ আর নেই আমার সাথে ...তোমার জন্যই সব... তুমি সুখে থাকলে মনে হয় আমিও থাকব...থাকব কিনা জানিনা...কিন্তু নিজেকে সান্ত্বনা দিতে পারবো এটুকু জানি...তুমি আছো ... ভালো থাকো এই চাই... এই জীবনটা যদি একটু বড় হত...যদি শুধু তুমি আর আমি থাকতাম... কতটা ভালো হতো জানো ? কেও নেই...কোনও বাধা নেই...কারও কিছু বলার নেই... আর কিছুই নেই ... হাহ... অনেকটাই অবাস্তব... অনেকটা না... পুরোটাই ...নিষ্ফল চিন্তা ভাবনা...অমুলক ... তবুও ভাবতেছি ... ভেবে যাবো ...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।