আমাদের কথা খুঁজে নিন

   

শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র রাজনীতিঃ বর্তমানের প্রাপ্তি ও ভবিষ্যতের সম্ভবনা

২৩ শে নভেম্বর, ২০১২ থেকে আমার ব্লগিং শুরু একসময় সমাজতান্ত্রিক আদর্শে উজ্জীবিত লাল ডাইরী হাতে ক্যাম্পাসে ঘুরা ঘুরি করা মেধাবী ছাত্র ছাত্রীদের দেখে সাধারণরা অনুপ্রাণিত হতো। তাদের মধ্যে অধিকার আদায়ে রাজনৈতিক চেতনা জাগ্রত হতো। রাজনীতিকে সৃজনশীলতা ও মেধার সম্ভবনাকে পুরোপুরি জাগ্রত করার হাতিয়ার রূপে সকল মহলে সমাদৃত হতো এবং মানব সেবায় তা কাজে লাগানোর উত্তম পন্থা হিসাবে গ্রহন করে অনেকেই রাজনীতিতে আগ্রহী হতো। কিন্তু দূর্ভাগ্যজনক হলেও সত্য যে তাদের অনেকেই আজ আদর্শের গায়ে পুঁজিবাদের প্রলেপ দিয়ে সুবিধাবাদী ক্ষমতার রাজনীতি করে যাচ্ছেন। সেই আদর্শের উত্তোরাধিকারীদের ক্যাম্পাসে পদচারণার শব্দ আজ আগের মতো মুখরিত হয়না।

আদর্শের বু্লির ঝাঝও অনেকটা মিম্রীয়মান। এরপর আসে স্বাধীনতার নেতৃত্বের মহান গৌরবের অধিকারী দলটির কথা। তাদের ছাত্র সংগঠনের রাজনৈতিক দর্শন দেখলে এখন সাধারন ছাত্র ছাত্রীদের মানসপটে পিস্তল, ছুরি আর রামদা নিয়ে তেড়ে যাওয়া কতিপয় দানবের চিত্র ভেসে উঠে। প্রগতিশীল আদর্শ চর্চার পরিবর্তে আজ তারা নিজেদের মধ্যে দলাদলি, খুন খারাবি, চাঁদাবাজি ও টেন্ডার বাজিতে ব্যস্ত। তাদের কর্মকান্ডের খতিয়ানে প্রতিপক্ষ ছাত্রদের হত্যার অভিযোগের সাথে সাথে এখন নিজেদের দলীয় ভাইদের হত্যার মতো জঘন্য ঘটনাও শোভা পাচ্ছে।

অবস্থার পরিপ্রেক্ষিতে মনে হচ্ছে দলটি নতুন প্রজন্মের নেতৃত্বে কান্ডারীর দায়ীত্ব পালন করার পরিবর্তে সবার কাছে মুর্তমান আতঙ্কের প্রতীক হওয়ার প্রচেষ্টায় আছে । তারপর বলা যেতে জাতীয়তাবাদী ধ্যান ধারণার রাজনীতির সাথে জড়িত দলটির কথা। সুবিধাবাদী রাজনীতিতে তাদের মুরব্বী দল বিএনপি’র চেয়ে কোন অংশে কম যাননা। দল ক্ষমতায় থাকলে আমরা আছি না থাকলে নাই এমন দর্শনে বিশ্বাসের প্রমাণ দিতে এরা এখন ক্যাম্পাসে অস্তিত্বহীন। মেধা ও আদর্শের দৈন্যদশায় ছাত্র রাজনীতিতে এরা কখনোই অনুকরণীয় কোন দৃষ্টান্ত দেখাতে পারেনি।

তবে ছেচল্লিশ সাতচল্লিশ বয়সেও কিভাবে দলের নেতৃত্বের শীর্ষ পদ গুলোতে আঁকড়ে থেকে সন্তানতুল্য ছাত্রছাত্রীদের সামনে ছাত্রনেতার ভূমিকায় রয়ে যাওয়া যায় বিশ্বের সামনে সেই বিরল প্রতিভার প্রয়োগিক রূপ দেখাতে ইতিমধ্যে যথেষ্ঠ কৃতিত্ব অর্জন করেছে দলটি। পরিশেষে জামায়াতের ছাত্র সংগঠন ছাত্রশিবিরের প্রসংগটি আনা যেতে পারে। এই দলটি এখন এর মূল সংগঠন জামায়াতের সাথে সাথে দেশের সব পেপার পত্রিকা এবং রেডিও টেলিভিশনে এখন সর্বাধিক আলোচিত-সমালোচিত। এই ছাত্র সংগঠনটির কীর্তি কলাপের কাহিনী এখানে উপরের মতো আলাদাভাবে আলোচনার কিছু নেই। চোখ কান খোলা রাখলেই; ব্লগে, টেলিভিশনে, পেপার পত্রিকায় নজর বুলালেই এবং পরিচিতদের মধ্যে যারা এর সাথে জড়িত তাদের কর্মকান্ড বিশ্লেষণ করলেই সচেতন মানব পটে এদের স্বরূপ উন্মোচিত হবে।

যাহোক এসব আলোচনার মূল উদ্দেশ্যটি ছিল মেধা, সৃজনশীলতা ও পরিশীলিত নীতি শুন্য এই ছাত্র রাজনীতির চর্চার মাধ্যমে বর্তমানে দেশ কি পাচ্ছে এবং ভবিষ্যতে এদের কাছ থেকে জাতীয় রাজনীতিতে দেশ কি ধরণের নেতৃত্ব প্রত্যাশা করতে পারে তার মূল্যায়নের দিকটি সচেতন পাঠক সমাজের ভাবনার সামনে এনে হাজির করা। সেই সাথে প্রচলিত ছাত্র রাজনীতির অন্ধকারময় দিকগুলোর রাশ টেনে ধরতে লাখ লাখ সাধারণ ছাত্র ছাত্রীদের ভূমিকা এক্ষেত্রে কি হতে পারে সেদিকে নিজ নিজ সুন্দর চিন্তাগুলো সবার সামনে ফুটিয়ে তোলা। জাতীয় রাজনীতির পারস্পারিক হানাহানি ও অগনতান্ত্রিক দিকগুলো দেশের জন্য যতটা না উদ্বেগের তার চেয়ে শতগুন বেশী হতাশাজনক দিকটি হলো ভবিষ্যতে দেশের সুন্দর সুন্দর নেতৃত্ব উপহার দেওয়ার এই কারখানা গুলোর দৈন্যদশার দিকটি। ছাত্র রাজনীতি এভাবে চলতে থাকলে অলৌকিক কোন ঘটনা ছাড়া দূর অতীতেও দেশের বর্তমান রাজনৈতিক সংস্কৃতির যে কোন পরিবর্তন হবে না এটি অনেকটা নিশ্চিত করেই বলা যায়। আর এ ধরণের রাজনৈতিক সংস্কৃতির বৃত্তে আবর্তমান থেকে দেশকে উন্নয়ন ও অগ্রগতির সুনির্দিষ্ট গন্তব্যে পৌঁছানো কখনোই সম্ভব হবেনা।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.