মমমমমম আমার খুব কাছের একজন বন্ধু ফজলে এলাহী রাসেল। সে একজন আইনজীবী। সে লন্ডনে ব্যারিস্টারি পড়াশোনা নিয়ে ব্যস্ত আছে। তারপর ও সে বাংলাদেশ নিয়ে অনেক চিন্তা করে । তরুন আইনজীবী হিসাবে সে একটা আবেদন করেছে।
কেই কি নেই তার আবেদনে সাড়া দেবার মত? আমি আইনজীবী হলে আমিই করতাম কাজ টি আমার দুর্ভাগ্য যে আমি আইনজীবী না। তাই আপনাদের কাছে আবেদন রইল যে এগিয়ে আসুন আমরা প্রমান করি নিজেদের।
ওর অবেদন নিচে প্রকাশ করলাম যদি কেউ আগ্রহী হন তাহলে যোগাযোগ করবেন আশা করি,
আমার লিষ্টে এমন কোন বাংলাদেশী এডভোকেট কি আছেন যিনি বা যারা চট্টগ্রাম ও সাভারের দুর্ঘটনায় আমার পক্ষে হাইকোর্ট বিভাগে একটি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন হিসেবে একটি রিট পিটিশন দায়ের এবং নিহতদের স্বজনদের হয়ে চট্টগ্রাম ও ঢাকা জজকোর্টে (ওকালত নামা স্বাপেক্ষে) হত্যা মামলা দায়ের করতে পারবেন? যথাযোগ্য ফিস এবং প্রয়োজনীয় আনুসাংগিক খরচ আমি বহন করব। কেউ আগ্রহী হলে অনুগ্রহ করে যোগাযোগ করুণ ০০৪৪৭৭২৩৯৬৭৫৬৯ এই নাম্বারে অথবা এই ইমেইলে। ধন্যবাদ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।