তারেকের ব্যাপারে সরকারে এক্টিভিটি দেখে আমার মোল্লা নাসিরুদ্দিনের সেই গল্পটি মনে পড়ে যাচ্ছে। গল্পটি হচ্ছে
মোল্লা নাসিরুউদিন দুপুরে বাসায় এলো খাবারের জন্য। তো এসে দেখল মুরগী রান্না হয়েছে। গিন্নীকে জিজ্ঞাসা করলে সে বলল পাশের বাড়ির মুরগী উঠানে ঘুরছিল, সেটা ধরে রান্না করা হয়েছে। শুনে নাসিরুদ্দিন বলল সে খাবেনা।
এটি হারাম। এটি শুনে গিন্নী সুন্দর করে তাকে সবজি দিয়ে ভাত দিচ্ছে। দেখে নাসিরুদ্দিন গিন্নীকে বলল আচ্ছা তুমি ঝোল দিতে পারো, পেঁয়াজ মরিচ তো আমাদের। এটি শুনে গিন্নী বাটিটা কাত করে ঝোল ঢেলে দিতে লাগলো, এই সময় কিছু মাংস স্বাভাবিক ভাবে কাত হয়ে নাসিরুদ্দিনের পাতে পড়তে যাচ্ছিলো দেখে গিন্নী চামচ দিয়ে তা আটকাল। এটা দেখে নাসিরুদ্দিন গিন্নীকে আটকাতে বারন করে বলল, আনে দো আনে দো, আপসে জো আতা হ্যায় ও হালাল হ্যায়।
আমি বলিনা তারেক ভালো, কিন্তু যে সরকার এই কেস করেছে, সেই সরকারকে তো ম্যাডাম অবৈধ বলছেন। অবৈধ সরকারের করা কেস ও তো তাইলে অবৈধ নাকি ভুল বললাম??
লাফালাফি কেন, কারন কেসটা হইছে বিরোধী দলের বিরুদ্ধে, নিজের দলের বিরুদ্ধে হইলে কবেই তো তা খালাস হুইয়া যাইত।
আর একটা সাংবাদিক ও এই প্রশ্নটা তুলতাসেনা। আশ্চর্য
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।