আমাদের কথা খুঁজে নিন

   

জামাত কেন করবো বা করবো না জানতে চাই (আলোচনা পোষ্ট)

আমি নিজেকে আর নিজের ঘরকে ঠিক করবার চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত বি এন পি আওয়ামিলীগ দুই দলই নাকি চোরে ভরা , এমনকি এরা নিজেরাই নিজেদের খারাপ বলে । মানুষও নাকি মন্দের ভালো খুঁজতে একবার এই দল আর একবার ঐ দল করছে। জামাত নাকি গনতান্ত্রিক দল । পরিবার তন্ত্রও নাই। মন্ত্রি হিসাবেও নাকি জামাত নেতারা সৎ ছিলেন।

জামাত কে অনেকেই ধর্ম ব্যাবসায়ী বলে থাকে কিন্তু ধর্মিক দল হলে আমার কোন সমস্যা নাই। কারন আমি নিজেও ধার্মিক। ইসলাম খুব ভালো ভাবে মানার চেষ্টা করি । আবার দলটির ছাত্র সংগঠন শিবির নাকি ছাত্র দল ছাত্র লীগের চেয়ে ভালো । সব মিলিয়ে কি করা উচিত জানতে চাই ।

আমার আবার মুজাহিদুল ইসলাম সেলিম বা আনু মুহাম্মাদ এর মত লেখক দের লেখা খুব টানে কিন্তু আমি কমিউনিস্টদের বিশ্বাস করি না। কমিউনিজম আমাকে টানে না। ব্লগে বেশীর ভাগই ভাল মানুষের আনা গোনা বলেই বিশ্বাস করি । তাই সরল বা জটিল উত্তর জানাবেন। যাদের বয়স ৩০ এর কম তারা না মন্তব্য করলেই ভালো।

তবে কেউ যদি মনে করেন যে আপনার যথেষ্ট জ্ঞান আছে এই ব্যাপারে তাহলে অবশ্যই মন্তব্য করবেন। কেউ কাউ কে গালাগালি করবেন না প্লিজ। শুধু নিজেদের যুক্তি বলুন। ধন্যবাদ । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.