আমাদের কথা খুঁজে নিন

   

চমকে দেয়ার মতন তথ্যের বিশাল ভান্ডার!!!

উপকার করতে না পারি,ক্ষতি করবনা অন্তত ★►► হাঁচি দেওয়ার সময় মানুষের হার্টবিট বন্ধ থাকে!!! ★►► পাইন ট্রি গাছের শিকড় ত্রিশ মিটার পর্যন্ত লম্বা হতে পারে!! ★►► পৃথিবীর মোট উৎপাদিত খেলনার মধ্যে ৭০% ই চীন তৈরি করে থাকে!! ★►► আপনি জানেন কি, ভারতে অন্য যেকোনো দেশের চেয়ে বেশি সংখ্যক পোস্ট অফিস রয়েছে?? ★ ►► একটি ডিমে শুধু ভিটামিন সি বাদে অন্য সব প্রকার ভিটামিন থাকে!! ★ ►► আপনি জানেন কি, পৃথিবীর মোট বিক্রি হওয়া ৯৬% মোমবাতিই মেয়েরা কিনে থাকে?? ★ ►► জেনে অবাক হবেন, পাবলিক টয়লেট বা বাথরুম ব্যাবহার করার পর বিশ্বের ৪২% পুরুষ এবং ২৫% মহিলাই তাদের হাত পরিষ্কার করেন না!! ★ ►► আপনি জানেন কি, সুইজারল্যান্ডের মানুষরা বিশ্বে সবচেয়ে বেশি চকোলেট খায়?? কতো বেশি জানেন?? গড়ে প্রতিজন খায় বছরে প্রায় ১০ কেজি করে!! ★ ►► অস্ট্রেলিয়া মহাদেশই হলো একমাত্র মহাদেশ যেখানে কোনো জীবিত আগ্নেয়গিরি নেই! ★ ►► প্রতি মিনিটে পুরো বিশ্বে ৬০০০ বা তার অধিকবার বজ্রপাত হয়!! ★►► মানুষ বছরে প্রায় এক কোটি বার চোখের পাতা মিটমিট করে!!! ★►► পৃথিবীর সমস্ত পারমাণবিক অস্ত্রের মোট শক্তি = দশ মিনিট স্থায়ী ঘুর্নিঝড় সমান!!! ★►►মধুই একমাত্র খাবার যা নষ্ট হয় না! ★►► যদি আগুন দিয়ে বিছা(scorpion)কে ঘিরে ফেলা হয় তাহলে সেটি নিজেই নিজেকে হুল ফুটিয়ে আত্মহত্যা করে!!! ★►► একজন মানুষের রক্তেরপরিমাণ তার শরীরের মোট ওজনের তের ভাগের এক ভাগ!!! ★►► সমগ্রপৃথিবীতে একত্রেওযত পরিমাণলেক নেই, শুধু কানাডায় তার চেয়ে বেশি লেক আছে!!! ★►► যে ঘরে বাতির রঙে নীল হবে সে ঘরে মশার সংখ্যা বেড়ে যাবে। কারণ মশারা নীল রঙের প্রতি দুর্বল!!! ★►► চার ঘন্টার ভেতর একশ কাপ কফি পান করলে নিশ্চিত মৃত্যু হবে(আমার মনে হয় একশ কাপ পানি খেলেও তাই হবে)!!! ★►►একটা গরুকে কয়েকটা আপেল খাওয়ালেই গরু মাতাল হয়ে যাবে!! ★►► একটি পিঁপড়া তার ওজনের ২০-৫০ গুন বেশি ওজন বহন করতে সক্ষম!! ★►►একজন মানুষের সারা জীবনের হাতের আঙ্গুলের নখের বৃদ্ধিপ্রাপ্ত মোট দৈর্ঘ্য গড় হিসেবে ২৮ মিটার। ★►►জ়ন্মের প্রথম দুই বছরে একটি মানব শিশু হামাগুড়ি দিয়ে প্রায় ১৫০ কি.মি. দূরত্ব আতিক্রম করে। ★►►একজন মানুষ প্রতিদিন ৬ ঘন্টা ঘুমালে সে যদি ৫০ বছর বাঁচে তবে তার জীবনের ১২.৫ বছর ঘুমের মধ্যে কাটে। ★►► পাখিদের মধ্যে আলবাট্রস স্রেফ ডানা মেলে রাখলেই দিনভর আকাশে ভেসে থাকতে পারে!! ডানা নাড়ার প্রয়োজন পড়ে না!! ★►► পৃথিবীর সবচেয়ে উঁচু দালান সিয়ার্স টাওয়ারের জানালার সংখ্যা মোট ১৬ হাজার!! ★►► প্রাণিকুলে মানুষই একমাত্র প্রাণী, যারা চিৎ হয়ে ঘুমোয়!! নতুন কিছু জানলেন?? ★►► মশার ৪৭ খানা দাঁত আছে!! ★►► জানালার সঙ্গে ধাক্কা লেগে বছরে সারা বিশ্বে এক হাজারেরও বেশি পাখি মারা যায়!! ★►► মানব মস্তিষ্কের ৮০ শতাংশ পানি দিয়ে তৈরি!! ★►► কুমির তার জিভ মুখের বাইরে বের করতে পারে না!! (কারণ, কুমিরের জিভ তাদের মুখের উপরের অংশের সাথে লাগানো থাকে।

। মানুষের বা অন্য বেশিরভাগ প্রাণীর জিভ লাগানো থাকে নিচের অংশের সাথে। । ) ★►►কিছু কিছু পাখি দিনে ২০০০ এর চেয়ে বেশি গান গায়!! (ইভা রহমানের চেয়ে একটু কম!!) ★►►একটি টারান্টুলা মাকড়সা খাদ্য ছাড়া ২ বছর বাঁচতে পারে!! আর পানি ছাড়া একটা ইঁদুর, একটা উটের চেয়ে বেশিদিন বাঁচে!! ★►► দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে অ্যামেরিকানরা বাদুড়কে প্রশিক্ষণ দেয়ার চেষ্টা করেছিলো!! কিসের প্রশিক্ষণ জানেন?? বোমা ফেলার!! ★►►পৃথিবীর ৯৮% হাতির ওজন একটি পূর্ণবয়স্ক নীল তিমির জিহ্বার ওজনের চেয়ে কম! ★►►বাঁশ পৃথিবীর দীর্ঘতম ঘাস!এরা লম্বায় ১৩০ ফুট পর্যন্ত হয়ে থাকে ! কেমন লাগল জানাবেন!! উপরের তথ্যগুলো বিভিন্ন স্থান থেকে সংগৃহীত। কিছু তথ্যের সত্যতা নিয়ে প্রশ্ন রয়েছে।

আশা করি আপনার কমেন্টে এমন আরো তথ্য দিয়ে পোস্টকে আরো সমৃদ্ধ করবেন!!ভাল থাকবেন!! ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।