হেটে চলেছি আমার আপন পথে........ বাংলা সিনেমা এতদিন যে কালো চাদরে ঢাকা ছিল তা এখন ধিরে ধিরে সরতে শুরু করেছে।বেশ কিছু ভাল সিনেমার অপেক্ষায় ঢালিউড গঞ্জ ও দর্শক মহল।এর মধ্যে মোস্তফা সারয়র ফারুকীর টেলিভিশন মুক্তি পাওয়ার আগে দেশে বিদেশে আলোচিত এবং পুরোষ্কৃত হয়েছে।ছবিটি এ বছরের শেষে মুক্তি পাবার কথা।এ ছাড়াও রেদওর রনি'র চোরাবালি,মোস্তফা কামাল রাজ'র ছায়া ছবি,স্বপ্ন আহমেদ'র পরোবাসিনী,সফি উদ্দিন সফি'র পূর্নদৈর্ঘ্য প্রেমের কাহীনি,মাসুদ আখন্দে'র পিতা মুক্তির অপেক্ষায় আছে।আরও কিছু সিনেমা নিয়ে কাজ হচ্ছে।সব কিছু মিলায়ে বাংলা সিনেমার হাওয়া বদল শুরু হয়েছে।এখন দেখার পালা শেষমেস বাংলা সিনেমা কোথায় গিয়ে দাড়াই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।