আমাদের কথা খুঁজে নিন

   

বাংলার কিছু নোংড়া ফ্যাশন হাউজ ও ফটোগ্রাফি | Some nasty fashion and photography of Bangladesh

আমি পেশায় এবং ণেশায় একজণ ওএব ডেভোলোপার. ঃ
যাই হোক। ১৬ই অক্টবরের প্রতিবেদনটিতে নোংড়া প্রতিবেদনের আলোচনায় ছিল ৩টি ফ্যাশন হাউজ, (১)আঢ়ং, (2)ট্রেন্ডস এবং (৩)ওড়াহ। প্রতিবাদ ছিল call girl টাইপের নোংঢ়া আর অশলীল অঙ্গ প্রর্দশীত এ্যাডের উপর। যাই হোক। জনতার সারায় আঢ়ং ও ট্রেন্ডস এর বোধ উদয় হোলেও সুদ্ধ হয়নি ওড়াহ -র।

আর এই ওড়াহ -র স্বত্তাধিকারী হচ্ছেন রোমানা চৌধুরী, এক কুচ্ছিত ও নোংড়া চিন্তাধারার অধিকারী। বাংলা সংস্কৃতি ধংষের বাহক। বাংলা সংস্কৃতির প্রতি এদের কোন শ্রদ্ধা নেই। এই ছবিগুলো দেখুন, ভালকরে দেখুন। আশা করি যারা নোংড়ামিতে পা বাড়াতে যাবে তাদের একটু হলেও brain wash হবে।

রোমানা বা তার ফ্রেন্ডস ও ফ্যামিলিকে দেখুন। কোথায়েও কি তারা কোন অশলীল ড্রেস পড়েছে? না, একটাও খুজে পাননি, তাই না। আর এই সকল এ্যাড স্রেফ ও স্রেফ তাদের সার্থের জন্যে। এক কথায় নোংঢ়া পথে টাকা কামাতে চায় এরা। এই র্নিলজ্জ রোমানার মত কুচ্ছিত মানুষেরা হচ্ছে দেশের শত্রু।

এরা রাজাকার। এরা দেশকে ভালবাসে না, ভালবাসেনা বাংলার সংস্কৃতি। মুখোস পরিহীত এরা, ভেতরে শুধু ভন্ডামি। বাংলার সংস্কৃতির প্রতি এদের কোন শ্রদ্ধা নেই। আমি 16-10-2012 তারিখের কয়েকটি লাইন দিতে চাই, কারন দেখাতে চাই আগের প্রতিবেদনে সবার বোধ উদয় হলেও শুদ্ধি হয়নি এই নিরলজ্জ রোমানার।

দেখুন আগের প্রতিবেদনের কিছু অংশ: আমি আমার এই বাংলাদেশকে ভালোবাসী, ভালোবাসী এই বাংলার সংস্কৃতি, আার এখানেই আমার চিন্তার বিষয়। আমাদের এই বাংলার সংস্কৃতি যতটুকু অবশিষ্ট ছিল তার সবটুকুই যেন এবার ধ্বংষের পাল্লায় নেমেছে কিছু সংক্ষক ফটগ্রাফী এজেণ্সি ও কিছু নোংড়া চিন্তাধারার ফ্যাশণহাউজগুলো। এদের কুচ্ছিত্ আর ণোংড়া আকাংক্ষা আজ ধ্বংষ করতে যাচ্ছে বাংলার রূপ ও সংস্কৃতি। আমি এই বাংলার একজন প্রেমীক হিসেবে তীব্র প্রতীবাদ জানাচ্ছি, থুথু ছিটাচ্ছি এদের অসাধু অপ-প্রয়াসের উপর। -mindspeech.com বেশ কিছুদিন আগে চোখে খোচা মেরে ছিল আঢ়ং এর অর্ধনগ্ন বিগ্গাপন বিলবোর্ডের উপর ৷এর প্রতিবাদ জানাতে গিয়ে ‍‍‍‌Facebook-এ তোলার জন্য ছবি তুলতে গিয়ে প্রচণ্ড লজজা পেয়ে ছিলাম ৷অথচ বাংলাদেশের দেশীয় পন্নের এক ধারক ও বাহক হিসাবে বিশাল দাবিদার এই আঢ়ং ৷ সবার বোধ উদয় হলেও শুদ্ধ হয়নি এই নিরলজ্জ রোমানা।

এই নিরলজ্জরা....Read full news ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.