আমাদের কথা খুঁজে নিন

   

ক্রিকেট টিমের লাইগা প্রেসার বাইরা গেছে।

আশা নাই তাই মশারির ভেতর মশা ও নাই। মামাগো পারফরমেন্সএ আমরা খুশি কিন্তু তার পরেও কিছু কিছু বিষয় এখনও মাথায় ঢুকবার চায়া না। কয়েকডা প্রশ্নের উত্তর খুজতে খুজতে আমার প্রেসার বাইরা গেছে গা। ১। মাথায় এইডা ঢুকবার চায় না যে জুনায়েদ সিদ্দিকি কেমতে টিমএ খেলে। (১ম টেস্টে) ২। শাহরিয়ার নাফিসরে কোন হালায় সুযোগ দিছে? ৩। সারা জীবন শুইনা আইলাম টেস্ট ক্রিকেট হইতাছে স্পেসালিস্ট গো খেলা মাগার আমগো টেস্ট টিম এ ৫টা অলরাউন্ডার খেলতাছে এইডা কোন পন্ডিতের ফরমুলা? ৪।একই রকম এর পিলার নাইম, মাহমুদুল্লাহ, নাসির, গাজি এক লগে খেলে কেমতে? ৫। যেইখানে লেফ্ট আর্ম স্লো বোলিং এর স্বর্গ বলা হয় বাংলাদেশ কে সেখানে রাজ্জাক, সানি, এনামুল এর মত বোলার থাকতে আমরা কেন কোনও লেফ্ট আর্ম স্লো স্পেসালিস্ট বোলার টিমে নেই না? সমস্যাডা কই?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.