গনজাগরনের মাধ্যেমে পরিবর্তন সম্ভব....মানুষের চিন্তার পরিবর্তন করাটা জরুরি ....বুদ্ধিবৃত্তিক পুনরজাগরনে বিশ্বাসী দেড় মাস আগে পঞ্চম শ্রেণীর ছাত্রীর বিয়ে বন্ধ করে দিয়েছিল পুলিশ। তখন পুলিশ দেখে বিয়ের অনুষ্ঠান থেকে পালিয়ে গিয়েছিলেন বর। ওই সময় মেয়েটির অভিভাবকেরা প্রতিশ্রুতি দিয়েছিলেন, ১৮ বছর না হলে মেয়ের বিয়ে দেবেন না। কিন্তু দেড় মাসের মাথায় একই পাত্রের সঙ্গে গোপনে মেয়েটির বিয়ে দেন তাঁরা। এরপর শুরু হয় অনুষ্ঠান।
পুলিশ এবারও বিয়ের অনুষ্ঠানে হানা দেয়। তবে এবার বর আর একা পালাননি। বালিকা বধূকে সঙ্গে নিয়েই পালিয়েছেন। বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড় পূর্বপাড়া গ্রামে গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। ওই দিন মেয়ের বাড়ির উঠানে শামিয়ানা টাঙিয়ে জমজমাট অনুষ্ঠান শুরু হয়।
উঠানের এক কোণে শুরু হয় রান্নাবান্না। আমন্ত্রিতরা উপহার নিয়ে উপস্থিত হন বিয়েবাড়িতে। এ সময় আচমকা থামে পুলিশের গাড়ি। পুলিশ দেখেই বর আজিজুল ইসলাম (২০) তাঁর বালিকা বধূকে সঙ্গে নিয়ে পালিয়ে যান।
পুলিশ ও এলাকাবাসী জানান, পুলিশের উদ্যোগে দেড় মাস আগে পঞ্চম শ্রেণীর ওই ছাত্রীর বিয়ে বন্ধ হয়ে গিয়েছিল।
সাত দিন আগে মেয়েটির অভিভাবকেরা একই পাত্রের সঙ্গে গোপনে বিয়ে দেন। গতকাল অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ‘নাবালিকা মেয়েদের বিয়ে দেওয়াটা এখানে একটা বড় সমস্যা। পুলিশ চেষ্টা করে যাচ্ছে প্রতিরোধের জন্য। এলাকায় এমন ঘটনা ঘটছে
কি না, সে ব্যাপারে সজাগ থাকতে হবে সবাইকে।
এটা একটা সামাজিক দায়িত্ব। ’
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।