সোলায়মান জনগণের করের টাকায় বরাদ্দ বিপুল অঙ্কের বাজেট হয়ে থাকে সেনাবাহিনীর জন্য। সেই টাকা অস্ত্র ও সামরিক সরঞ্জামের পেছনে ব্যয় হবে—এটাই স্বাভাবিক। কিন্তু জার্মান সেনাবাহিনীর এই ব্যয়ের হিসাব নিতে গিয়ে নিরীক্ষকেরা পেয়েছেন ভিন্ন তথ্য। বাজেট থেকে বড় একটা অংশ ঢালা হচ্ছে সেনাদের জন্য সানস্ক্রিন, কাশির ড্রপ ও লিপবাম উত্পাদনে।
গতকাল মঙ্গলবার জার্মানির ফেডারেল কোর্ট অব অডিটরসের এক প্রতিবেদনের বরাত দিয়ে রয়টার্সের খবরে এ তথ্য জানানো হয়।
এই ব্যয়ের শ্রাদ্ধ গিয়ে দাঁড়িয়েছে দুই কোটি ইউরো বা আড়াই কোটি মার্কিন ডলারের বেশি। বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ ২০৪ কোটি সাত লাখ ৩০ হাজার টাকা।
ফেডারেল কোর্ট অব অডিটরস তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, সেনাবাহিনী তাদের ব্যবহার্য সানস্ক্রিন, কাশির ড্রপ ও লিপবাম বাইরের দোকান থেকে না কিনে নিজেরাই তৈরি করছে। এতে বাজেট থেকে বড় ধরনের অঙ্ক খসাতে হয়েছে। ওই কারখানায় কীটনাশক ও নাকের স্প্রেও উত্পাদন করা হয়।
জনগণের দেওয়া কর থেকে আসা এই বিপুল অর্থের ব্যয়কে অপচয় হিসেবে উল্লেখ করেছেন নিরীক্ষকেরা।
প্রতিবেদন প্রকাশ করার পর কোর্ট অডিটরসের প্রেসিডেন্ট দিয়েতার অ্যাঙ্গেলস বলেছেন, ‘অপচয় কমানোর অনেক ক্ষেত্র আছে। ’
ইউরো অঞ্চলের দেশগুলোতে যখন ব্যয় কাটছাঁট নিয়ে তোলপাড় চলছে, তখন খোদ জার্মানিতে এমন অপচয়ের খবর সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিব্রত করবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।