আমাদের কথা খুঁজে নিন

   

বাংলা প্রেসক্লাব বার্মিংহাম মিডল্যান্ডস'র নির্বাচন: মারুফ সভাপতি, খোকন সাধারণ সম্পাদক

আমি মো: আতিকুর রহমান 'সাংবাদিকরাই জাতির বিবেক। সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্রয়াশই পারে একটি গোঠা জাতিকে আলোর মুখ দেখাতে। আর তাই সাংবাদিকদের একই ছাতার নিচে এসে কমিউনিটির সেবায় আত্ননিয়োগ করতে হবে। ' বার্মিংহামে কর্মরত বাংলা মিডিয়ার সাংবাদিকদের প্রতি এমন দাবীই ছিলো বার্মিংহাম বাসীর। তাদের দীর্ঘদিনের এ দাবীর প্রতি শ্রদ্ধা জানিয়ে শুধুমাত্র সাংবাদিকদের নিয়ে গঠিত বাংলা প্রেসক্লাব বার্মিংহাম মিডল্যান্ডস'র প্রথম দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্টিত হয়েছে মঙ্গলবার বার্মিংহামে।

স্হানীয় একটি হলে অনুষ্টিত নির্বাচনে কোন প্রতিদ্ধন্দী প্যানেল না থাকায় নির্বাচন কমিশনার মারুফ-খোকন প্যানেলকে নিরক্ষুষ বিজয়ী ঘোষণা করেন। সাংববাদিকদের প্রতিনিধিত্বকারী এ প্রতিষ্টান কমিউনিটির সাফল্য-ব্যর্থতা বস্তুনিষ্টভাবে তুলে ধরতে এবং অপসাংবাদিকতা রোধ করতে সচেষ্ট থাকবে বলে নির্বাচন কমিশন আশাবাদ ব্যক্ত করে। নির্বাচনে বাংলা ভয়েস এর সম্পাদক মোহাম্মদ মারুফ সভাপতি এবং বাংলা টিভির বার্মিংহাম প্রতিনধি এম হাসান খোকন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ১৭ সদস্য বিশিষ্ট্য কমিটির অন্যান্যরা হলেন চ্যানেল নাইনের নর্থ ও নর্থ মিডল্যান্ড ব্যুরো চীফ কায়ছারুল ইসলাম সুমন- সহ সভাপতি, ওয়াসি উদ্দিন তালুকদার সহ সাধারণ সম্পাদক, মুশফিকুর রহমান চৌধুরী কোষাধ্যক্ষ, আশরাফুল ওয়াহিদ দুলাল-সাংগঠনিক সম্পাদক, চ্যানেল নাইন এর বিশেষ প্রতিনিধি মিহির মোহন- প্রচার সম্পাদক, চ্যনেল নাইন এর বার্মিংহাম প্রতিনিধি মো:আতিকুর রহামন- তথ্য ও গবেষণা সম্পাদক, এন টিভির ফারসু আহমদ চৌধুরী সমাজ কল্যান সম্পাদক এবং সাহিদুর রহমান সুহেল ক্রীড়া সম্পাদক। এছাড়া সৈয়দ নাসির আহমদ, নাসির আহমদ শ্যামল, সাইফুর রাজা চৌধুরী, জিয়া উদ্দিন তালুকদার, ওবায়দুল কবীর খোকন, আব্দুল হান্নান ও রহমান জাবের এক্সিকিউটিভ মেম্বার দায়িত্ব পালন করবেন।

এদিকে মোহাম্মদ মারুফের সভাপতিত্বে নির্বাচন পূর্ব এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বার্মিংহামের প্রবীন কমিউনিটি নেতা মসুদ আহমদ। এম হাসান খোকনের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন নির্বাচন কমিশনার অধ্যাপক সৈয়দ ইকবাল, এম জি মাহমুদ মিয়া। বক্তব্য রাখেন কমিউনিটি নেতা শফি মিয়া আঙ্গুর, এনামুল হাসান ছাবীর, গুলজার আহমদ ফয়ছল, ছমীর আলী, কবীর উদ্দীন, নুরুল ইসলাম কিসলুসহ আরো অনেকে। বক্তারা বাংলা প্রেসক্লাবের মাধ্যমে বার্মিনহামের বাংলাদেশী কমিউনিটির আশা আকাংখার প্রতিফলন ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.