গণিতের মাঝে বাঁচতে চাই আজীবন...... আর এজন্য ক্যালকুলেটার কিন্তু অবশ্যই দরকার। না হলে এত হিসাব কি আর মুখে মুখে করা যায়! মহামানবের এই দেশে না জানি কত জন যে হীরক রাজা আছে তা হয়ত স্বয়ং খোদা ই জানেন। তবে যখন ঐতিহাসিক পটভূমি টা আনলাম ই তখন ভাবি, এই ঊর্বর ভূমি কে পলাশীর ক্ষেত্র কেন বলব না???? কে নাই বলুন এই দেশে সেই যুদ্ধের চরিত্রগুলির লোকজন????? মীর জাফর, মীর মীরন, মীর মদন আর সবচেয়ে বেশি যে চরিত্রটির আবির্ভাব ঘটে সেটি হলো ঘষেটি বেগম!!!
আমাদের দেশের বিশিষ্টজনদের দআবি দেশ স্বর্ণযুগের দিকে দৌড়িয়ে যাচ্ছে। যদিও বিপরীত ধারার লোকেরা সেটি সবসময় ই মানতে নারাজ। তবুও অনেক ক্ষেত্রেই এই বিপরীত ধারার লোকেরাই সঠিক প্রমাণিত হয়।
তার কারণ হলো, ১৪ তলা দালানের মাথায় বসে তো আর মঙ্গাপীড়িত মানুষের দুঃখ বোঝা সম্ভব না। যদি তাই ই হতো তাহলে, কেউ ঋনখেলাপী হয়ে মন্ত্রীর আসনে বসে, ঝাঁকাঝাঁকির কথা বলতে পারতো না। এ দেশের একদিকে মরুভূমি হচ্ছে, আর একদেশে প্লাবনে প্লাবিত হচ্ছে। তবুও আমরা অন্য জাতিগোষ্ঠীর স্বার্থ রক্ষার্থে বনভূমি উজারের পরিকল্পনা গ্রহণ করেছি, যে বনভূমি টি আসলে আমাদের ঢাল বলে বিবেচিত হয়।
আর আমাদের রাজনৈতিক ধারা এতটাই জঘন্য যে, আমরা গাছ লাগানো নিয়েও রাজনৈতিক ফায়দা লুটতে চাই।
আর তার চেয়েও বড় সমস্যা হলো এদের নিজেদের মান ইজ্জত বাঁচানোর মত কোনো ক্ষেত্র নাই কিন্তু তবুও কেন জানি এরা মানুষের লেঙ্গুর টানতেই ব্যস্ত থাকে।
দেখা যাক আর কি কি খেলা এদের কাছ থেকে আমরা দেখতে পাই..। কারণ, এটি ছাড়া আমাদের দেশের রাজনীতি আমাদের আর কিছুই দিতে পারে নি। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।