আমি সাধারন একজন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান গোলাম রহমান বলেছেন, পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের আনা দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন নয়। পদ্মা সেতু প্রকল্পের দুর্নীতির সংশ্লিষ্টতা পাওয়া মাত্রই আমরা এফআইআর করবো। গতকাল সোমবার বিকালে অফিস শেষে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে সাংবাদিকদের দুদক চেয়ারম্যান এসব মন্তব্য করেন।
‘কানাডায় এসএনসি-লাভালিনের কর্মকর্তা রমেশ শাহের ডায়েরিতে পদ্মাসেতু প্রকল্পের যে ঘুষের তালিকা রয়েছে, তা অনুসন্ধান টিম না পেলেও দুর্নীতির অনুসন্ধান প্রতিবেদন দেওয়া সম্ভব। যদি আমরা আকাট্য প্রমাণ পাই, তাহলে ডায়েরি ছাড়াও প্রতিবেদন সম্ভব।
তবে ডায়েরি পাওয়া জরুরি। ’ কানাডায় পাঠানো এমএলএআর-এর ব্যাপারে দুদক চেয়ারম্যান বলেন, ‘কানাডিয়ান কর্তৃপক্ষের কাছে আমাদের অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে আমরা যোগাযোগ করেছি। এখনও রেসপন্স পাওয়া যায়নি। তাদের সম্মতি পেলেই এসএনসি লাভালিনের শীর্ষ দুই কর্মকর্তা রমেশ ও ইসমাইলকে জিজ্ঞাসাবাদের জন্য আমাদের অনুসন্ধানকারী কর্মকর্তারা প্রয়োজনে কানাডা যেতে পারেন। তবে কানাডিয়ান কর্তৃপক্ষের অনুমোতি ছাড়া তাদের জিজ্ঞাসাবাদ সম্ভব নয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।