আমাদের কথা খুঁজে নিন

   

ফুটপাত তুমি কার

ঢাকা মহানগরীর কথা বলছি, এর ফুটপাতগুলো কি কম সুন্দর? বিগত কয়েক বছরের মধ্যে এর অনেকগুলো প্রশস্ত করে সুদৃশ্যু মূল্যবান ইট/পাথর দিয়ে বাঁধানো হয়েছে। কিন্তু তাতে কি নির্বিঘ্নে আর নিরাপদে পথচারী চলাচল করতে পারছে? বেশীরভাগ ফুটপাতই বেদখল হয়ে আছে। বিভিন্ন অস্থায়ী দোকানপাট, মোটর সাইকেল গাড়ীর গ্যারাজ, বিচিত্র হকারের নিত্যকার পসার এতে। তাহলে এত সুন্দর উন্নত ফুটপাত তৈরী করে লাভ কি হল? অল্প সংখ্যক আইন অমান্যকারী মানুষের কারনে এর মূল উদ্দেশ্যই ব্যহত হল। পথচারীদের অসুবিধার পাশাপাশি যানজট বৃদ্ধির কারনও হল এটি। এর হয়তো কোন দীর্ঘস্থায়ী আইনী প্রতিকার নেই। সামাজিক সচেতনতাই এর সত্যিকার সমাধান। আমরা সচেতন হব, সমাধান নিয়ে ভাবতে শুরু করব-এতে শীঘ্রই আর সব সমস্যার সাথে ফুটপাত সমস্যারো প্রতিকার সূচিত হবে।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.