যেথায় পড়শী বসত করে, আমি একদিন ও না দেখিলাম তারে। সত্যি কথা বলতে ইংরেজীর প্রতি আমার কোন বিরাগ নেই। বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে গেলে এ ভাষাটি জানা খুব গুরুত্বপূর্ণ। আমার খারাপ লাগে এ ভাষার প্রতি আমাদের অতিরিক্ত আহ্লাদ দেখে।
আমি বিদেশিদের দেখেছি বাংলাদেশ কে ব্যাং-লা-ডে-শ উচ্চারণ করতে।
ঢাকা কে ডা-কা, এমন কি দা-ক্কা উচ্চারণ করতে। তাদের উচ্চারণ শুনলে আমরা কিন্তু হেসে লুটোপুটি খাইনা। মজার ব্যাপার হলো, আমরা অনেকে এটার অনুকরণ করার চেষ্টা করি। আমি কিছু বাঙালীকেও দেখেছি ওদের সাথে কথা বলার সময় ব্যাং-লা-ডে-শ, ডা-কা উচ্চারণ করতে।
অথচ, অনন্তকে 'ফ্রম ঘানা' কে 'পম গানা' বলতে শুনে আমাদের অট্টহাসি থামতেই চাচ্ছে না।
এটা কি আমাদের হীনমন্যতার পরিচয় বহন করে না?
এই হীনমন্যতা থেকে আমরা কবে বের হয়ে আসতে পারব?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।