আমাদের কথা খুঁজে নিন

   

অনন্তের অন্ত

সকল মৌলিক লেখার সত্ত্ব লেখকের ।

অনন্তের অন্ত নিকষ আঁধার হতে দু’দিনের আলোয় ফের ফিরে যাওয়া সেই আঁধার জগতে ক’দিনের উপস্থিতি আলোছায়া মাঝে রেখা কতো যাবে রেখে অনন্তের পথে কিছুদিন রয়েছি এই খেলার ভুবনে অজানার দেশ থেকে আচম্বিত এসে খেই ধরে কোনকিছু বুঝবার আগে হবে ফিরে যাওয়া চির নিদ্রার দেশে জন্ম আর মরনে বাঁধা কত টুকু কাল খুঁজবো কি করে তাতে জীবনের মানে অন্ধকার গৃহ মাঝে কালো সে বিড়াল পাবো কি না পাবো খুঁজে মন সেকি জানে কাল-স্রোতে স্ফীত হয় ভাবনার ক্ষেত্র জীবনের পথে কত স্বপ্ন জমা হয় সময়ের চক্রফাঁদে দেহ মানে হার প্রৌঢ়তায় ছুঁতে চায় কিশোর-হৃদয় জীবন ঊষাতে কতো কামনার ভীড় কতো কিছু গড়ে যাই অন্তর গহনে আমার বলেছি যাকে কত সে আমার নিত্য ভাঙ্গাগড়া যেথা অনিত্য ভুবনে শেষ সন্ধ্যা কবে আসে কোন সে গলিতে তার কি ইশারা থাকে ঊষার বাতাসে এই স্রোত শেষ হবে কোন মোহনাতে অনন্তের অন্ত সে কি অন্তিম নিশ্বাসে?


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.