আমাদের কথা খুঁজে নিন

   

অনন্তের পথ চলা

ভাল আছি

আমাকে ভেসে যাওয়া একগুচ্ছ মেঘ দাও আমি তোমায় এক আকাশ নীল দেব। যদি দাও নিকষ কালো মেঘ আমি ঝড় হয়ে যাব, আমায় আর বাঁধতে পারবেনা। আমায় এক পশলা বৃষ্টি দাও আমি তোমায় এক অরণ্য সবুজ দেব। আমাকে বিদ্যুৎ চমক দিওনা আমি তা ছড়িয়ে দেব পথে প্রান্তরে। আমায় একমুঠো রোদ্দুর দাও আমি তোমায় এক পৃথিবী আলো দেব।

ইচ্ছে ছিলো পালতোলা নৌকায় হারিয়ে যাব। ভেসে বেড়াব দক্ষিনা বাতাসে, যে বাতাস নীড় ভাঙেনা। ইচ্ছে ছিলো সাগড়ের ঢেউয়ে পা ভেজাব যে ঢেউ তীর ভাঙেনা। সেই তীর না ভাঙা ঢেউয়ের কাছে আত্মসমর্পণ করা আর হল না। আমি এক সর্বগ্রাসী নদীর কূলে বসে আছি, ভাঙনের শব্দ শুনতে শুনতে ক্লান্ত ।

কত ঘর বিলীন হয়ে গেলো কালনাগিনীর ছোবলে কতবার পথে নামলাম। কত লাশ ভেসে গেল বহমান স্রোতে কত পায়ের আলতার রং ধুয়ে গেল,কত সিঁথির সিঁদুর কত শিশুর কান্না শুনলাম , কত মায়ের আহাজারি। আজ আমার কোনো চাওয়া নেই। তাই আজ আমার হারাবার ভয়ও নেই। আজ পথ চলার শুরু।

যে পথের কোনো শেষ নেই, যে পথ কোথাও শুরু হয়নি। এই পথে শুধু ছুটে চলা আর ছুটে চলা। এবার শুধু পথ চলা আর পথ চলা।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.