আমাদের কথা খুঁজে নিন

   

জাতীয় প্রেসক্লাবের সামনে শুক্রবার দুপুর সোয়া ২টা থেকে জামায়াত কর্মীদের ব্যাপক ধর-পাকড় শুরু করেছে পুলিশ। বিকেল সোয়া তিনটা পর্যন্ত ৩০ জনকে আটক করার খবর পাওয়া গেছে।

জাতীয় প্রেসক্লাবের সামনে শুক্রবার দুপুর সোয়া ২টা থেকে জামায়াত কর্মীদের ব্যাপক ধর-পাকড় শুরু করেছে পুলিশ। বিকেল সোয়া তিনটা পর্যন্ত ৩০ জনকে আটক করার খবর পাওয়া গেছে। এরা হলেন জামায়াতের শান্তিনগর শাখার কর্মী সুলতান (২৮), তেজগাঁও পলিটেকনিকের ছাত্র মোশাররফ (২৫), সবুজ (২৫), যাত্রাবাড়ী থেকে আসা জাহাঙ্গীর (৩৫), মোহাম্মদপুর থেকে আসা খোরশেদ (২৮), মিরপুর ১১ থেকে আসা শাহজাহান (৩০) ও আজাদ (৩৫), আব্দুর রব (৫০), আবু সাঈদ (২৫) প্রমুখ । সবুজকে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৩টায় জাতীয় প্রেসক্লাবের হলরুমে জামায়াতের উদ্যোগে ২০০৬ সালের ২৮ অক্টোবর ঘটা পল্টন সহিংসতা নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.