আমায় পছন্দ কর আর নাই বা কর....আমি সেই আমিই থাকবো। স্বপ্নগুলো ছায়ার মাঝে চুপটি করে রয় স্বপ্নগুলো আপনমনে কত্ত কথা কয়। স্বপ্নগুলো সঙ্গীহারা, মিথ্যে মায়ায় বন্ধী স্বপ্নগুলো ছন্নছাড়া, খুঁজে বেড়ায় সন্ধি। স্বপ্ন মাঝে কার ছায়া সামনে এসে দাঁড়ায় স্বপ্নগুলো স্বদলবলে আমায় তখন তাড়ায়। স্বপ্নগুলো আমার মতই আপনমাঝে হারায় স্বপ্নহারা আমি এখন তাই স্বপ্ন খুঁজে বেড়াই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।