আমাদের কথা খুঁজে নিন

   

সমকামিতা লইয়া বাংলার তৌহিদি জনতার উদবেগের অবসান

ট্রুথ নট সেইড টুডে, কুড টার্ন টু আ লাই টুমোরো ২০০৯ এর পরে এইবছরই জাতিসংঘের উইনিভার্সাল পিরিওডিক রিভিউ হইলো। অনেক বিষয় নিয়ে ঘন্টার পর ঘন্টা দুনিয়ার অনেক দেশ(জার্মানি, নেদারল্যান্ড, নরওয়ে, মন্টিনিগ্রো সহ আরো অনেকে) ভয়াবহ সব প্রশ্ন করসে বাংলাদেশের প্রতিনিধি দলকে। প্রশ্ন তালিকায় আছে -যুদ্ধাপরাধীর বিচারের স্বচ্ছতা -হিউম্যান রাইটস -ইলেকশন কমিশন - সাংবাদিক নির্যাতন - রহিঙ্গাদের সাহায্য করা -ড়েবের খুন গুম(এক্সট্রাজুডিশিয়াল কিলিং, এবডাকশন) -শ্রমিকের অধিকার (রানা প্লাজার কন্সিকোয়েন্স) -ক্যাপিটাল পানিশমেন্ট -নারী অধিকার (এইটা নিয়া বইলা ফাটায়ে ফেলসে দীপুমনি। রাজনীতিসহ, হিমালয়জয়, এসএসসি পরীক্ষার রেজাল্ট-সবখানে মেয়েদের এগিয়ে আছে। কিন্তু ধর্ষনের কথা বললেন না) আফসোসের বিষয় এইসব কোন কিছু নিয়েই শিক্ষিত বাঙ্গালী সমাজে আলোচনা হইতেছে না।

তারে আলোচনা সমকামীতা নিয়া। জাতিসংঘের ওয়েবসাইটে ওয়েবকাস্ট আছে। পাতার পর পাতা ট্রান্সক্রিপ্ট আছে। কে কি সাজেস্ট করসে, আর বাংলাদেশ কি একশন নিসে তা বের করা খুব সহজ। দূর্দান্ত একটা সার্চ অপশন আছে ওবেবসাইটে।

homosexuality দিয়ে সার্চ করে কিছু পেলাম না। same-sex নিয়ে সার্চ দিয়ে একটাই রেজাল্ট। ছবিতে দিলাম। রেকমেন্টেশনটা করেছে চেক রিপাব্লিক "Decriminalize same sex activity between consenting adults and adopt further measures to promote tolerance in this regard" বাংলাদেশের রেস্পন্স "Rejected" শুধু সেক্স লিখে সার্চ করে চেক রিপাব্লিকের আরেকটা রেকমেন্টেশন পাওয়া যায় যা এক্সেপ্টেড হয়েছে। সেই রেকমেন্ডেশনটি হচ্ছে 'Provide human rights training to law enforcement and judicial officers, with a specific focus on the protection of the rights of women, children and persons of minority sexual orientation or gender identity and adopt further measures to ensure protection of these persons against violence and abuse' মানে দাড়াচ্ছে চেক রিপাব্লিক বলেছে বাংলাদেশ যেন আইন প্রয়োগকারী সংস্থাকে মানবাধিকার ট্রেনিং দেয় যাতে বিশেষভাবে নজর দেয়া হবে 'মাইনরিটি সেক্সসুয়াল অরিয়েন্টেশন অর জেন্ডার আইডেন্টিটি'(মানে হিজড়া, হোমোসেক্সুয়াল, লেজবিয়ানসহ যেকোন দিকে সংখ্যালঘু)দের বিরুদ্ধে সহিংসতা হয়রানি থেকে রক্ষার ব্যাপারে।

এরমানে কি বাংলাদেশ হোমোসেক্সুয়াল বিয়ের অধিকার দেয়া? না। আরেকটি রেকমেন্ডেশন দিয়েছে চিলি "Consider abolishing article 377 of the Penal Code, which criminalizes sexuality against the order of nature"। ইউকে আর নেদারল্যান্ড প্রশ্ন করে "Does the government of Bangladesh have any plans to de-criminalize homosexuality by abolishing section 377 of the Penal Code?" বাংলাদেশ এই রেকমেন্ডেশন রিজেক্ট করেছে। মানে সেকশন ৩৭৭ থাকতেছে। ডিয়ার ফেলো মুসলিম ব্রাদারস, আরো হাজার গুরুত্বপূর্ণ বিষয়ে ড. দীপু মনি তার দূর্দান্ত ইংরাজি দিয়ে নানান মিথ্যা মিশিয়ে পিছলে গেছেন।

সেগুলান নিয়ে আলাপ করলে ভালো হয়। আশা করি চুলকানি কমেছে লিঙ্ক১ লিঙ্ক২ লিঙ্ক ৩ লেখাটি-বাঙ্গাল পেজে প্রকাশিত ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।