আমাদের কথা খুঁজে নিন

   

আপুদের মতামত জানতে চাইছি

১২ বছরের সম্পর্ক, কোর্ট এ গিয়ে বিয়ে করলাম ১. ৫ বছর আগে, জানাজানি হলো.. মেয়েকে নজরদারিতে রাখা হলো, ফকির, তাবিজ পারিবারিক সালিশ সব হলো তবু ও মেয়ের মুখ থেকে হা/না কিছুই বের করতে পারল না.. আমি আমার পরিবারের সবাইকে ঢাকা তে নিয়ে আসলাম যাতে মেয়ে কোনো অস্বস্থি অনুভব না করে সামাজিক কারণে! ঢাকা তে একটা কোম্পানি রান করছি সুতরাং financial কারণ টাও এখানে মুখ্য না। আমাদের *বোঝাপরাতেও কোনো অমিল ছিল না কখনো। আমার নিত্য দিনের কাজের সূচী তার কথা মাথায় রেখেই। তাহলে প্রবলেম টা কি? যেহেতু মেয়ের পরিবার মেনে নেবেনা কোনদিন ও. তাকে নিয়ে আসা ছাড়া কোনো উপায় নাই.. এটা সে এখন যেমন জানে, বিয়ে এর আগেও জানত..কিন্তু এখন সে কেমন যেন confused হয়ে পড়েছে! নিয়ে আসতে চাইলে সে শুধু সময় চায়.. (৩ বার সময় নিয়েছে ৩ মাস করে, তবু ও আমি আশা ছাড়িনি, তার মতামত কেই প্রাধান্য দিয়েছি যদিও এই কারণে social , profession সব ক্ষেত্রে খুব ঝামেলা হচ্ছে, কোম্পানি দুইটা ভাগে ভাগ হয়ে গেছে ) এখন মেয়ে এর ভাই বলছে, মেয়ে কে নিয়ে আসলেও তাদের কোনো ঝামেলা নেই কিন্তু তারা মেয়ে কে *তেজ্য করবে.. মুখ দেখবে না আর! আমি আর মেয়ে দুজনেই জানি, এগুলো সাময়িক, তারা ঠিকই মেনে নেবে.. মেয়ে কে খুশি করার জন্য আমি নিজে মেয়ে এর পরিবারের সবার সাথে কথা বলেছি, আব্বু আম্মুকে দিয়ে কথা বলিয়েছি, তবু তাদের রাজি করাতে পারি নি.. মেয়ের সাথে প্রতিদিনই ৬০-৮০ মিনিট কথা হয় কিন্তু মেয়ে কে একবারও রাজি করাতে পারি না! মেয়ের পরিবার বিভিন্ন মানুষকে দিয়ে প্রতিদিন মেয়ে কে বলছে.. তালাক দিতে, এমনকি তার বাপ - মা ও বলছে- "এখনও সময় আছে.. তালাক দে " তবুও মেয়ে বাপ মা কে ছেড়ে আসে না .. আমাকেও ছাড়ে না! খুব বেশি রাগারাগি করলে আমাকে বলে-" আমি কি একবারও বলেছি যে আসবো না " এই eid এ আমার পরিবার বার কে নিয়ে গ্রামে যাব, জানি না কি হয় তখন.. ঝগড়া, মারামারি ও হতে পারে। মেয়ে কে এসব বললে আমাকেই বলে " আমি সব বুঝি কিন্ত আমি দেখতে চাই আমাকে নিয়ে আমার পরিবার কি করতে চায় ;( আবার এটাও বলে.. চলাফেরায় সতর্ক থেকো (খুন হবার পসিবিলিটি ও আছে যেকোনো সময়..)" আমি আসলেই জানি না মেয়ে কেন এরকম করছে আর আমাদের বর্তমান সম্পর্ক টার কি নাম দিতে পারি! ভালবাসা না, উহ ভাবতেই কষ্ট হয় .. আপুদের থেকে পরামর্শ চাইছি এই মেয়েটার *মনোস্তাত্তিক মানচিত্র টার একটা রূপরেখা বুঝতে;( আমি খুব আশাবাদী মানুষ কিন্তু এই একটা বিষয়ে কোনো strict decision নিতে পারি না.. হতাশা চলে আসে মাঝে মাঝে. * বানান সঠিক নয় ** একটাই প্রবলেম- মেয়েটা আমার চাচাত বোনের মেয়ে..যেটা কি না ইসলামিক দৃষ্টিতে acceptable not socially . আমার আরেকটা পোস্ট ছিল এই বিষয়ে.. Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।