আমাদের কথা খুঁজে নিন

   

ডেসটিনির কর্মকর্তাদের ডেসটিনি( লক্ষ )

২০১০ সালের মাঝামাঝি সময়ের কথা একটা স্বেচ্ছাসেবী সংস্থার হয়ে কিছুদিন কাজ করেছিলাম তাদের হয়ে যারা কিনা প্রতিবন্দিদের জন্য বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ড করে থাকে যদিও পরে আর বেশিদিন করা হয়নি সে আর এক প্রসঙ্গ । আজ যে কথাটা বলতে চাইছি তা হল স্বেচ্ছাসেবী সংস্থার হয়ে কাজ করার সুবাদে সমাজের বিভিন্ন মানুষের কাছে সাহায্যের জন্য যাওয়া হত। নিজের কোন কাজের জন্য বাইরের মানুষ দূরে থাক আত্মীয় স্বজনের কাছেও যেতে মন চাইত না যে আমার সেই আমি প্রতিবন্দি মানুষের জন্য কিছু করতে পারার আনন্দে বিনা দ্বিধায় বিভিন্ন মানুষের কাছে সাহায্যের জন্য যেতাম। একদিন এরকম একটি সাহায্যের জন্য ঢাকার রোটারি ক্লাবে প্রথমবারের মত যাই। ওখানে আমাদের স্বেচ্ছাসেবী সংস্থার দুইজন প্রতিবন্দিকে হুইলচেয়ার দেওয়া হবে।

ওখানে রোটারি ক্লাবে র যিনি প্রেসিডেন্ট তিনি আমাদের তা ছোটকাট একটি প্রোগ্রামের মত করে তা আমাদের দিবেন। আমার সেটা ছিল প্রথম প্রোগ্রাম ওই স্বেচ্ছাসেবী সংস্থার হয়ে যাই হোক মহা আনন্দে প্রোগ্রাম সম্পন্ন হল আমি খেয়াল করলাম যারা ওই ক্লাবে আসলো সবাই তারা সমাজের বিত্তবান লোক যাদের আমি বেক্তিগতভাবে চিনিনা। ওই দিন কাজ শেষে আমরা সবাই চলে আসি তারপর আবার কিছুদিন পরে আবার একটি চেক আনার জন্য ওখানে যাই। ওই সময়টা দুপুরের খাবারের সময় হয়ে যাবার কারনে ওদের অনুরধে খেতে হল। খাওয়ার পরে রোটারীইয়ানদের সাথে তাদের মীটিং এ বসতে হল এই জন্য যে মীটিংর পরে তারা চেকটি আমাদের দিবেন।

সত্যি বলতে তাদের এই অবহেলা দেখে যদিও খুব খারাপ লাগছিল তার পরেও ওই যে বললাম মানুষের জন্য করার আনন্দে আর সেই খারাপ লাগাটাকে পাত্তা দিলাম না। খেয়াল করলাম যারা ওই মীটিং এ আছেন তাদের বেশিরভাগী বিভিন্ন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন। এক বছরের মত ওই স্বেচ্ছাসেবী সংস্থার হয়ে কাজ করেছিলাম তার পর অনেক দিন পরে ২০১২শালের মাঝামাঝি সময়ে হঠাৎ একদিন টিভিতে ডেসটিনি বিষয়ক আলোচনা শুনছিলাম তাতে যে ভদ্রলোক কে দেখে অবাক হলাম তিনি হলেন আমার দেখা সেই রোটারি ক্লাবের পরিচালক যিনি কিনা ডেসটিনির ও বড় একজন কর্মকর্তা। ওই প্রোগ্রামটাতে দেখলাম যে কি করে বড় বড় কথা ডেসটিনির হয়ে তিনি বলছেন ওনার কথা শুনে যা বুঝলাম তা হল তারা এই দেশের দুর্বল আইনের সুজুগ নিয়ে সাধারন মানুষের পয়সা দিয়ে লুটপাট করছে কিন্তু এই দেশের আইনে তাদেরকে ধরার কোন সুজুগ নেই। টাকা পয়সা ইনকাম করার অনেক রাস্তা আছে তাই বলে একজন সাবেক সেনাবাহিনীর প্রধান কিভাবে এমন একটি কার্যক্রমের সাথে একাত্মতা প্রকাশ করেন তা আমার মাথায় আসলোনা,আসার কথাও নয়।

ডেসটিনির কার্যক্রম কোন কালেই আমার ভাল লাগেনি, ডেস্টিনির সাথে কাজ করে এমন অনেক কাছের মানুষকে বদলে যেতে দেখেছি কিভাবে তারা মূল্যবোধ থেকে সরে যায়, দেখেছি তাদের চিন্তা ভাবনা কিভাবে বদলে যেতে। অভাবে স্বভাব নষ্ট বলে যে একটা কথা আছে তা ডেসটিনির সাথে জড়িত লোকজনদের দেখলে প্রবল ভাবে তা সত্যি বলে মনে হত। যার কথা বলার জন্য এই লিখাটা লিখলাম তিনি হলেন মেজর হারুনুর রাশিদ যিনি এখন জেলে আছেন। এই সরকার ডেসটিনির সকল কার্যক্রম বন্ধ করে দেয়ার মত একটি ভাল িসধহান্ত নিয়েছে যার জন্য সাধুবাদ জানাতেই হয়। আমরা যারা সাধারণ মানুষ তারা জানি যে যারা সেনাবাহিনীতে আছেন তারা অন্য আর দশজন মানুষের চেয়ে তাদের দেশ প্রেম অনেক বেশি থাকারই কথা কিন্তু কই এই কথার স্বার্থকথা যথার্থতা খুজে পেলাম না।

একজন সেনাবাহিনীর লোক হয়েও তিনি দেশের সাধারণ মানুষের কষ্টের টাকার, দুর্বলতার শুজুগ শুধু নয় আমাদের দেশের দুর্বল আইনের অপবেবহার ও করেছেন। জানিনা ওনাদের কি সাজা হবে। হয়ত হবে,হয়ত হবে না কিন্তু যাই হোক না কেন মূল্যবোধ এর যে ক্ষয় এই সমাজের হয়েছে তা কোন সাজা দিয়েও পুরন করা যাবেনা। এদের মত লোকজন একদিকে যেমন সাধারণ মানুষের টাকা মেরে খেয়েছে অপর দিকে মানুষকে দেখানোর জন্য নিজেদের বিভিন্ন সমাজ সেবামূলক কাজের সাথে জড়িয়ে রেখেছিলেন তাও কি রোটারি ক্লাবের মত আন্তর্জাতিক একটি সংস্থার হয়ে যা কিনা অতিব দুঃখজনক। কার মুখে যেন শুনেছিলাম আমাদের দেশের উন্ি হয়না এই জন্য যে সটিক মানুষ সটিক জায়গায় নেই বলে।

আসোলেই হয়ত তাই নইলে কি আর মেজর হারুনউর রশিদের মত মানুষ এমন সংস্থার শীর্ষস্তানে যেতে পারেন ? যারা ডেসটিনি করত তারা হয়ত আর করতে পারবেনা কিন্তু তাদের মন মানুশিকথা হয়ত বদলাবেনা থেকেই যাবে আর সেই সাথে তারা জড়িয়ে পরবে অন্য কোন বাজে কাজে কারন তাদের মূল্যবোধ টুকু ডেস্টিনি ইতিমধ্যে নষ্ট করে দিয়েছে। হয়ত কিছু লোক এর মাঝ থেকে নিজেদের সুঁদরিয়ে নিতে পারবেন তাই বলে সবাই নয়। যে ক্ষতি হওয়ার তা এরই মাঝে হয়ে গিয়েছে। ১৩/১০/২০১২  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.