আমাদের কথা খুঁজে নিন

   

সঞ্জীব চৌধুরীর কণ্ঠের হৃদয়ের দাবি গানটি যত বার শুনি তত বার নিজেকে আবিস্কার করি

সভ্যচাষী আগুনের কথা বন্ধুকে বলি দুহাতে আগুন তারও কারবালা হতে খসে পড়া ফুল রক্তের চেয়ে গাঢ় যার হাত খানি পুড়ে গেলো বধু আঁচলে তাহারে ঢাকো আজও ডানা ভাঁঙা একটি শালিক হৃদয়ের দাবি রাখো রাখো আজও ডানা ভাঁঙা একটি শালিক হৃদয়ের দাবি রাখো। । একজন ডাকে দূর্বর দিকে মাস্তুল খানি দুলে মুক্তোর লোভে কে ভাই ডুবুরি ঝিনুকের মালা খুলে । । কে হায় বসিয়া অঙ্গ ভরিয়া গোধূলীর মায়া মাখো আজও ডানা ভাঁঙা একটি শালিক হৃদয়ের দাবি রাখো।

। পাতালের মেয়ে সূর্য চিনেনা আধার তাহার ভাই প্রজাপতি বলে বুকে নাও তারে আলোয় আলোয় তারে সাজাই । । কে তব জানালায় ছায়ার শিখাটি তার মুখ চেয়ে থাকো আজও ডানা ভাঁঙা একটি শালিক হৃদয়ের দাবি রাখো। ।

জলের ঝিয়ারী তিন ভাগ জলে মিশিয়ে দিয়েছে বালি বালিয়ালি ডাকে কাছে আয় তবে পাতালে আগুন জ্বালি। । পথ ছুটে যায় যার আঙ্গিনায় সেই পথ মেলে নাকো আজও ডানা ভাঁঙা একটি শালিক হৃদয়ের দাবি রাখো। । একজন ডাকে দূর্বর দিকে মাস্তুল খানি দুলে মুক্তোর লোভে কে ভাই ডুবুরি ঝিনুকের মালা খুলে ।

। কে হায় বসিয়া অঙ্গ ভরিয়া গোধূলীর মায়া মাখো আজও ডানা ভাঁঙা একটি শালিক হৃদয়ের দাবি রাখো। । হৃদয়ের দাবি এবং আমার ভাবনা: কষ্টের কথা শেয়ার করব এমন বন্ধু নাই যাহারা আছে আমার মতই তাহাদের হাত ভর্তি আগুন যে আগুনে হৃদয় দগ্ধ হচ্ছে দিবস রজনী। আগুনের ভেতর আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে গহিনের ব্যাথা গহিনেই চাপা দিয়ে রাখার কৌশল অর্জন করতে এই গানটি শুনেছি হাজার বার।

। সঞ্জীব দাদা আমাদের মাঝে নাই কিন্তু তিনি বেঁচে আছেন আমাদের অন্তরে স্বর ও সুরের স্বল ব্যঞ্জণের ভালভাষার ভালবাসায়। । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.