সব ধর্মের মুল থিম হচ্ছে শান্তি। যুগে যুগে সকল ধর্মের মহাপুরুষদের আগমন ঘটেছিল অশান্তি নির্মূল করে শান্তি প্রতিষ্ঠার লক্ষেই। অথচ এখন পৃথিবীতে অন্যায়, দুর্যোগ, অশান্তি সহ যাবতীয় খারাপ কাজ সংঘটিত হচ্ছে তার সবটাই হচ্ছে ধর্মকে কেন্দ্র করে। শ্রীলংকায় অবস্থিত পবিত্র পদচিহ্ন নিয়ে চলছে বিভিন্ন ধর্মের অনুসারীদের মধ্যে স্নায়ুবিক যুদ্ধ, ধর্ম নিয়ে চলছে ব্যাবসা (মাক্কুশা, তেলশা, গোলাপশার মাজার তার উৎকৃষ্ট প্রমান)। ধর্মের দোহাই দিয়ে মানুষ পর্যন্ত হত্যা করা হচ্ছে। মক্কা-মদিনা দর্শন, বৃন্দাবন দর্শন, শিবলিঙ্গ দর্শনকে কেন্দ্র করে মানুষ ব্যয় করছে হাজার-হাজার টাকা। অথচ তার বাড়ির পাশেই অনাথ শিশুটি বড়বড় উৎসব গুলোর দিনেও (ঈদ, পুজা) না খেয়ে থাকে। এরই নাম কি শান্তি? সম্ভবত। কারণ নিজের শান্তিটাই তো বড় কথা! এই সব ঘটনা যদি মহাপুরুষরা আজ দেখতে পেতেন, তাহলে নিঃসন্দেহে তারা আত্মহত্যা করতেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।