আমাদের কথা খুঁজে নিন

   

পাগল প্রিন্সিপাল

একটা গল্প বলা বাধ্যতা মূলক মনে করছি । এক কলেজের প্রিন্সিপাল, দপ্তরি কে নির্দেশ দিয়ে রেখেছেন- ঘন্টা বাজাবার আগে , প্রতিবার তার অনুমতি নিতে হবে। দপ্তরি দু'টাকার চাকুরি করে- বেচারা মেনে নিয়েছে। কিন্তু এই নির্দেশের ফলে যা হয়েছে - তা হলো- সময়মত কখনোই ঘন্টা বাজানো সম্ভব হয় না দপ্তরির পক্ষে। হয়, প্রিন্সিপাল ব্যস্ত, নয় মিটিং।

নয় , ... কত কাজ !!!! অনুমতি নিবে , তারপর তো ঘন্টা বাজাবে , না কি ? আসলে , যার কাজ তাকে করার অধিকার, ক্ষমতা না দিলে, কোনো কাজই সঠিক সময়ে , সুষ্ঠ ভাবে সমাধা হয় না। দায়িত্ব নিয়ে দুই টাকার বোধাই কেরানি হবার থেকে সে রকম কোনো কাজে না জড়ানোই ভালো। আমাদের দেশের গুরুত্বপূর্ণ পদ সমূহে যারা আছেন- যার কাজ তাকে করতে দিন। দেশটা এগিয়ে যাবে। পাগল প্রিন্সিপালের মতো আচরন করলে - সেটা এক মানসিক বিকৃত সংকীর্নতা ছাড়া আর কিছুই প্রমান করবে না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.