আমাদের কথা খুঁজে নিন

   

শান্তিপূর্ণ হলে হেফাজতের কর্মসূচিতে বাধা দেবে না পুলিশ

ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (জনসংযোগ) মাসুদুর রহমান জানান, রাজধানীর ছয়টি প্রবেশপথের মধ্যে হেফাজতের ‘ঢাকা অবরোধ’ কর্মসূচি শান্তিপূর্ণভাবে সীমাবদ্ধ থাকলে পুলিশ তাতে বাধা দেবে না।
পুলিশ সূত্র জানায়, হেফাজতের নেতারা পুলিশকে জানিয়েছেন, রাজধানীর চারপাশের ছয়টি জায়গা অবরোধ করবেন তাঁরা। সেখানে ভোর ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত তাঁরা অবস্থান করবেন। এ ছাড়া ঢাকার ভেতরে সংগঠনটির একটি সমাবেশ করার পরিকল্পনা রয়েছে। তবে এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।


হেফাজতের সিদ্ধান্ত অনুযায়ী যাত্রাবাড়ী থেকে কাঁচপুর সেতু, যাত্রাবাড়ী থেকে ডেমরা সেতু, পোস্তগোলা বুড়িগঙ্গা সেতু, পুরান ঢাকার বাবুবাজার সেতু, আবদুল্লাহপুর-টঙ্গী ব্রিজ ও আমিনবাজারের বলিয়ারপুর—ঢাকায় প্রবেশমুখের এ ছয়টি জায়গায় অবরোধ কর্মসূচি চলবে।
পুলিশের উপকমিশনার (জনসংযোগ) মাসুদুর রহমান বলেন, ‘আমরা আশা করব তাঁরা (হেফাজত) কর্মসূচি অনুযায়ী ঢাকার প্রবেশপথগুলোতেই শান্তিপূর্ণ কর্মসূচি পালন করবেন। তাঁদের কর্মসূচি শান্তিপূর্ণ হলে পুলিশের পক্ষ থেকে কোনো বাধা দেওয়া হবে না। যদি তাঁরা কোনো ধরনের বিশৃঙ্খলা বা ফৌজদারি অপরাধ করেন, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে পুলিশ ব্যবস্থা নেবে। ’
পুলিশ কর্মকর্তারা আরও জানান, রাজধানীর নিরাপত্তায় একাধিক ভ্রাম্যমাণ আদালত থাকবেন।

পুলিশ ও র্যাবের পাশাপাশি থাকবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এদিকে রাজধানীতে সমাবেশ করার বিষয়ে হেফাজতের নেতারা আজ সন্ধ্যা পর্যন্ত স্পষ্ট করে কিছু বলেননি। তবে পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার (ডিসি) হারুন অর রশীদ বলেন, হেফাজত পুলিশকে মৌখিকভাবে জানিয়েছে যে তারা ঢাকার কোনো একটি স্থানে সমাবেশ করতে চায়। তবে এখনো স্থান নির্দিষ্ট করে দেয়নি। এদিকে একটি সূত্র জানিয়েছে, আজ বিকেলে বিমানে করে চট্টগ্রাম থেকে ঢাকায় পৌঁছেছেন হেফাজতের আমির আল্লামা শাহ আহমেদ শফী।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.