আমাদের কথা খুঁজে নিন

   

মাইরের উপর কোন মেডিসিন নাই......

আমরা সবাই অভিনয় শিল্পী এই রঙ্গমঞ্চের...... তার কথা অনেক সহ্য করেছি। গত কয়েক মাস ধরে সে আমাকে ক্রমাগত ভাবে মানসিক ভাবে চাপ দিয়ে যাচ্ছে। কোন ভাবেই কোন সমস্যার সমাধান হচ্ছিল না। সে তার বিন্দুতে অটল। আর আমি আমার বিন্দুতে।

আমাকে সে অনেক বুঝিয়েও তার বিন্দুতে আনতে পারেনি। আমার প্রব্রেলটা নিয়ে তার সিনিয়র দের সাথে অনেক আলোচনা করলাম। কিন্তু দুঃখের বিষয় হল কেউই কোন সমাধান দিতে পারলনা। যদিও তারা আমাকে আমার বিন্দুতেই থাকতে বলল। সিনিয়রদের কারনে সে কিছুদিন ঠিক আচরন করল আমার সাথে।

কিন্তু অল্প কিছুদিনের মধ্যে সেই সব সিনিয়ররা তার থেকে অনেক দূরে চলে গেল। এরপর সে আরো বেশী মানসিক ভাবে চাপের মধ্যে রাখতে থাকল। শেষ কোন উপায় না পেয়ে আমি আর আমার এক কলিগ মিলে তাকে হালকার উপরে ঝাপসা দিলাম। সেই এখন পুরোপুরি শান্ত। কোন ঝামেলা করে না।

এতক্ষন আমি আমার বসের কথা বল্লাম। বুঝতেছিনা কাজটা ঠিক হল নাকি ভুল হল। তবে এইটা বুঝতেছি সে যে কোন সময় আমাকে এটার দ্বিগুন দিবে। তার নামে সিনিয়র দের কাছে কমপ্নেন করেও কোন লাভ হয়নি, একবার তার সাথে ঝগড়া করে রিজাইন ও দিয়েছিলাম কিন্তু মেনেজমেন্ট তা গ্রহন করেনি। এইবার নিজের টা নিজেই করে নিলাম।

তবে কাজটা যাই হোক এখন মানসিক ভাবে অনেক শান্তি পাচ্ছি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।